শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে হামলায় ৮ জনের প্রাণহানি

তালিবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর উদ্যোগে অনিশ্চয়তার আশঙ্কা

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে হামলাকারী তালিবান যোদ্ধাদের সবাই নিহত হয়েছে। আইএএনএস-এর এক প্রতিবেদনে গত বুধবারের ওই হামলায় পাঁচ হামলাকারী ছাড়াও আরও অন্তত দুইজন বেসামরিক নাগরিক ও একজন পুলিশ নিহত হওয়ার কথা বলা হয়। অন্যদিকে চার হামলাকারী ও দুই বেসামরিক নাগরিকের নিহত হওয়ার দাবি করা হযেছে অপর এক প্রতিবেদনে। এ হামলায় আরও অন্তত ১৯ জন বেসামরিক ব্যক্তি আহত হয়। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে কুনারে আত্মঘাতী হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা ও আহত করার কয়েকদিনের মধ্যেই এ হামলা হল। এতে তালিবানের সঙ্গে থমকে পড়া শান্তি আলোচনা ফের শুরুর উদ্যোগ অনিশ্চয়তায় পড়েছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় পুলিশ প্রধান ফজেল আহমদ শিরজাদ বলেন, নানগরহার প্রদেশের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটের প্রধান ফটকের সামনে গাড়ি ভর্তি বিস্ফোরকসহ একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। বিধ্বস্ত ফটক দিয়ে আরও চার হামলাকারী কনস্যুলেট প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আধঘণ্টার যুদ্ধে ওই চার হামলাকারীও নিহত হয়। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খুজিয়ানি জানান, কন্স্যুলেট প্রাঙ্গণে ঢোকার আগেই চার হামলাকারীকে হত্যা করা হয়। তিনি বলেন, তাদের লক্ষ্য ছিল ভারতীয় কনস্যুলেট, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই আমাদের বাহিনী তাদের সবাইকে গুলি করে হত্যা করে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। প্রসঙ্গত, জানুয়ারিতে একই এলাকায় পাকিস্তানি কনস্যুলেটেও আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল। রাজধানী জালালাবাদসহ নানগারহার প্রদেশে আইএসের উপস্থিতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারিতে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার ই-শরিফেও ভারতীয় কন্স্যুলেটে জঙ্গিরা হামলা চালিয়েছিল। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন