শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মাশরাফির অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কোচ

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ থেকে মাশরাফির অবসর ঘোষণাকে স্বাভাবিকভাবে নেয়নি ভক্তরা। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কের সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণার নেপথ্যে বিসিবি, না হেড কোচ হাতুরুসিংহে তা নিয়ে চলছে বিতর্ক। শ্রীলংকা সফরে-২০ সিরিজকে সামনে রেখে এই ভার্সনের ক্রিকেটে অন্য কাউকে অধিনায়ক করার ইচ্ছেটা টিম ম্যানেজমেন্ট মাশরাফিকে দেয়ায় নির্ঘূম রাত কাটিয়ে শুধু অধিনায়ক পদ থেকেই নয়, টি-২০ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, মিডিয়াকে তা বলেছেন মাশরাফি। তবে মাশরাফিকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করার পেছনে হাতুরুসিংহকে দায়ী করা হলেও বাংলাদেশ কোচ বলছেন অন্য কথা।
মাশরাফি যথাসময়ে অবসর নেয়ায় তাকে স্বাগত জানিয়েছেন তিনি। গতকাল ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে সে কথাই বলেছেন হাতুরুসিংহে ‘আমি তার অবসরের সিদ্ধান্তে মোটেও বিস্মিত হইনি। সব ভাল খেলোয়াড় জানে, কখন তাকে সরে দাঁড়াতে হবে। মাশরাফির উপর ক্রিকেটার এবং কোচিং গ্রæপের যথেষ্ট শ্রদ্ধা আছে। সে এটা অর্জন করেছে। তার মতো খেলোয়াড় জানে, কখন সরে দাঁড়াতে হবে। আমি মনে করি সেটাই ঘটেছে। টি-২০তে অনেক বড় চ্যালেঞ্জ তার সামনে, তা ধরে নিয়েছিল মাশরাফি। সেরা সিরিজে অবসরের ঘোষণা তাই দেয়ার কথা ভেবেছে সে। তবে টসের সময় সিদ্ধান্ত জানিয়ে দিবে, তা কখনো ধারণা করিনি।’
বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়ে হাতুরুসিংহের ইচ্ছেকে প্রাধান্য দিচ্ছে বিসিবি। দ্বি-স্তর বিশিষ্ট নির্বাচকমন্ডলী, তিন ফরমেটের ক্রিকেটে তিন অধিনায়ক তত্ত¡ প্রয়োগ করেছে বিসিবি,তার সুপারিশেই। বিসিবি’র পরিচালক এবং অভিষেক টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় তার সিদ্ধান্তের বিরোধিতা করায় হারিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের পদ। তাই টি-২০ থেকে মাশরাফির অবসরের সিদ্ধান্তে ক্ষুদ্ধ ভক্ত সমর্থকরা মানবন্ধনসহ নানা কর্মসূচি পালন করে হাতুরুসিংহের ভূমিকা নিয়ে তুলেছে প্রশ্ন। তবে বাংলাদেশ ক্রিকেট দলের মহাক্ষমতাবান এই কোচ নিজের কর্তৃত্বপরায়ন আচরণে, ক্রিকেট ফ্যানদের চোখের কাঁটা হয়েও বিব্রত নন ‘আমি নিজেকে কখনো কর্তৃত্ব সম্পন্ন লোক ভাবি না। লোকে কি বলাবলি করছে তা জানি না। বাংলাদেশের লোকজন দারুণ বন্ধুত্বপরায়ণ, সেটাই দেখেছি। কখনো কখনো নীবরে কর্তৃত্বপরায়ন হয়েছি। তবে এটা আমার কাজের জন্যই। যেহেতু আমাকে সিদ্ধান্ত নিতে হয়, তাই আমি দায়িত্বশীল হতে হয়। তবে ক্রিকেটের বাইরে আমি অন্য এক মানুষ। বাংলাদেশ দলের কাছ থেকে সেরাটা বের করে আনতে শক্ত হতে হয়। যদি আমি কর্তৃত্বের বাইরে যেয়েও কিছু করে থাকি, তা নিয়ে আমি বিব্রত নই। কারণ, এটাই আমার কাজ।’
২০১৫ বিশ্বকাপকে সামনে রেখে তার প্রস্তাবে ব্রিসবেনে অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ দল হয়েছে উপকৃত। আবার নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনীতে অনুশীলন ক্যাম্প আসেনি কাজে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে এবং আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে বাংলাদেশ দল ইংল্যান্ডের সাসেক্সে ১০দিনের অনুশীলন ক্যাম্প করবে, সেটাও তার প্রস্তাবে। আয়ারল্যান্ডে এখন শীত মওশুম শেষ হয়নি, ইংল্যান্ডে সেখানে এখন গ্রীষ্মকাল। ভিন্ন কন্ডিশনে উইকেটের ভিন্ন আচরণের শংকা করছেন মাশরাফি। তবে সাসেক্সের অনুশীলন ক্যাম্প কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশ দলকে সাহায্য করবে বলে মনে করছেন হাতুরুসিংহে ‘সাসেক্স ক্যাম্পের পুরোটা জুড়ে শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই প্রাধান্য থাকবে। সামর্থ্য ও দক্ষতার ওপর ভিত্তি করে আমরা আমাদের সেরা পরিকল্পনা করব।’ আয়ারল্যান্ড সফরে পচা শামুকে পা কাটলে র‌্যাঙ্কিংয়ে ধাক্কা খেতে হবে। তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না হাতুরুসিংহে ‘আয়ারল্যান্ডে জয়ই আমাদের একমাত্র লক্ষ্য। ওয়ানডে র‌্যাংকিংয়ে আমাদের অবস্থানের উন্নতি করতে চাই। হ্যা এটা বড় চ্যালেঞ্জ, খুব সহজ হবে না। যতটা সম্ভব ভালোভাবে আমরা চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত হতে চাই।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ গ্রুপের তিন প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড, পরাক্রমশালী অস্ট্রেলিয়া এবং ওয়ানডের অন্যতম শক্তি নিউজিল্যান্ড থাকায় বড় কিছু’র আশা করছেন না হাতুরুসিংহে ‘আমরা ইংল্যান্ডে অনেক দিন খেলি না। তাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বের সেরা তিন দলের বিপক্ষে কোন কিছুই ভবিষ্যদ্বানী করা যাচ্ছে না। ওই ম্যাচগুলোতে আমরা যাই অর্জন করি না কেন আমাদের বড় পাওয়া হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন