বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নবাগত সাইফের চোখ শিরোপায়

| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগকে সামনে রেখে দলবদল শেষ করলো নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব। গতকাল বিকালে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালেতালে পাঁচটি ঘোড়ার গাড়িতে চড়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আসে এই দলের খেলোয়াড়রা। তিন বিদেশী (কলম্বিয়ার দু’জন এবং ক্যামেরুনের একজন) ও ২৪ জন স্থানীয়সহ মোট ২৭ ফুটবলারের নাম নিবন্ধন করে তারা। গেল মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠে তারা। নতুন মৌসুমকে সামনে রেখে বেশ আগে থেকেই প্রস্তুতি শুরু করে সাইফ স্পোর্টিং। দলবদলের অনেক আগেই কোলকাতায় এক মাসের প্রস্তুতি ক্যাম্প করেছে দলটি। বিদেশী কোচের অধীনে সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা সেখানে শুধু কন্ডিশনিং ক্যাম্পই করেনি, মোহনবাগান অনূর্ধ্ব-২০ দল এবং সাউদান সমিতির বিপক্ষে দু’টি করে মোট চারটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। আসন্ন প্রিমিয়ার লিগের অন্য দলগুলোর চেয়ে সাইফ স্পোর্টিং ক্লাব শুধু প্রস্তুতিতেই এগিয়ে নয়, বড় বাজেটের দল গড়েও সবাইকে চমকে দিয়েছে তারা। এই দলে বেশ কিছু তরুণ প্রতিভাবান খেলোয়াড় তো রয়েছেনই, সঙ্গে আরিফুল ইসলাম, জামাল ভ‚ঁইয়া, তপু বর্মণ, হেমন্তু ভিনসেন্ট বিশ্বাস, শাকিল আহমেদ, জুয়েল রানাদের মতো জাতীয় তারকারাও এসে ভীড় জমিয়েছেন। তাই তাদের লক্ষ্য শিরোপা জিতে প্রিমিয়ার লিগের প্রথম অংশগ্রহণকে স্মরণীয় করে রাখা। কাল দলবদলে এসে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. নাসির উদ্দিন চৌধুরী ও অধিনায়ক জামাল ভূঁইয়া এমনটাই জানান। গত মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয় ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। চ্যাম্পিয়ন হয়েও প্রিমিয়ার লিগে খেলতে অপরাগতা জানায় তারা। আর রানার্সআপ সাইফ স্পোর্টিং শুধু সেরা দলই গড়েনি প্রিমিয়ার লিগ শিরোপা জেতাও তাদের লক্ষ্য। দলটির ব্যবস্থাপনা পরিচালক নাসির চৌধুরী বলেন, ‘আমরা চ্যাম্পিয়নশিপ খেলে প্রিমিয়ারে উঠে এসেছি। বাফুফে ধন্যবাদ আমাদের চ্যাম্পিয়নশিপ লিগে খেলার সুযোগ করে দিয়েছে। প্রাক-প্রস্তুতি খারাপ হয়নি। কিছু জায়গা ঘাটতি রয়ে গেছে। শিগগিরই সেটা দূর হয়ে যাবে। আমাদের সর্বোচ্চ লক্ষ্য আসন্ন মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হওয়া। আমরা সেই লক্ষ্যেই মাঠে নামবো।’ ফুটবলে নতুন কিছু মুখ উপহার দিয়ে ইতিহাস গড়তে চায় চায় সাইফ স্পোর্টিং। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়ে আগে বাড়ার ইচ্ছা তাদের। নাসির চৌধুরী আরো বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করছি। ফুটবলে আমরা নতুন কিছু দিতে চাই। আমাদের চ্যাম্পিয়নশিপ লিগ খেলেছে এমন ৭-৮ জন খেলোয়াড়ের সঙ্গে আমরা ৪ বছরের চুক্তি করেছি। আরো কিছু পাইপলাইনে রয়েছে তারাও চুক্তিবদ্ধ। এছাড়া বাকি যারা আছেন তাদের সঙ্গে শিগগিরই আমরা চুক্তি করব। আমাদের একাডেমী করার পরিকল্পনা রয়েছে। সেজন্য জায়গাও আমরা নির্বাচন করে ফেলেছি।’ অধিনায়ক জামাল ভূঁইয়ার কথা, ‘শেখ জামাল ও শেখ রাসেল ঘুরে এবার আমি নতুন দল সাইফ স্পোর্টিং ক্লাবে। অধিনায়ক নির্বাচিত হয়ে আনন্দিত। আমাদের প্রধান লক্ষ্যই হলো লিগ শিরোপা জয়। আশা করি আমরা সফল হবো।’
একই দিন দলবদলে অংশ নেয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডও। গত মৌসুমের চেয়ে এবার ভালো অবস্থানে থাকার লক্ষ্য মুক্তিযোদ্ধার। নিজেদের আন্ডারডগ দাবি করলেও মাঠে সেরা নৈপুণ্যেই দেখাতে চায় দলটি। আর চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা কাল বাফুফে ভবনে সশরীরে উপস্থিত হতে না পারলেও দলীয় সহকারী ম্যানেজার আরমান আজিজ এসে খেলোয়াড় নিবন্ধন তালিকা বাফুফের কাছে হস্তান্তর করেন। চট্টগ্রামে খেলোয়াড়রা দু’বেলার কঠোর অনুশীলনের থাকায় ঢাকায় এসে দলবদল প্রক্রিয়ায় অংশ নেয়নি বলেও জানান আরমান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন