বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্ত্রী সন্তানের অসুস্থতায় দেশে ফিরছেন মাশরাফি

সাসেক্সে প্রথম অনুশীলন ম্যাচ আজ

| প্রকাশের সময় : ১ মে, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সাসেক্সে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ গত ২৭ এপ্রিল। চারদিন অনুশীলনের পর আজ অরুনডেলে বাংলাদেশ প্রথম ৫০ ওভারের ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। প্রতিপক্ষ ডিউক অব নরফক একাদশ। আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদ স্কোয়াডের সঙ্গে মুস্তাফিজ এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিব থাকায় সাসেক্সে ১০ দিনের অনুশীলন ক্যাম্পে পাচ্ছে না বাংলাদেশ দল এই দুই ক্রিকেটারকে। অসুস্থ স্ত্রী সুমি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হওয়ায় এবং ছেলে সাহেল অসুস্থ হয়ে পড়ায় এই ম্যাচে বাংলাদেশ দল পাচ্ছে না ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে। স্ত্রী এবং সন্তানের অসুস্থতার খবর পেয়ে সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে গতকাল রাত ১১টায় ঢাকা এসে পৌঁছেছেন মাশরাফি। বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন নিশ্চিত করেছে এ তথ্য ‘পারিবারিক ব্যাপার জরুরি হয়ে পড়ায় সাসেক্সের ক্যাম্প থেকে ছুটি নিয়েছে মাশরাফি। ইতোমধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন তিনি।’ যাত্রা বিরতিতে একটি অনলাইনকে দেয়া সাক্ষাতকারে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হচ্ছে বলে জানিয়েছেন মাশরাফি ‘হুট করেই আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাকে হাসপাতালে নিতে হয়েছে, এর অর্থ হয়তোবা অসুস্থতার ধরণ স্বাভাবিক নয়। বাসা থেকে অবশ্য সবাই ক্যাম্প ছেড়ে আসতে নিষেধ করেছিল। দু-একদিন দেখতে বলেছিল তারা। খেলা থাকলে হয়তো দু’বার ভাবার অবকাশ থাকত। কিন্তু খেলা নেই যেহেতু, তাই এখন ওর পাশে থাকাটা জরুরি।’
আগামী ৫ মে হোভে দ্বিতীয় অনুশীলন ম্যাচের আগে মাশরাফি সাসেক্সের ক্যাম্পে আদৌ যোগ দিতে পারবেন কিনা, তা অবশ্য বিসিবি জানায়নি। তবে ৭ মে সাসেক্স থেকে আয়ারল্যান্ড সফরের দলের সঙ্গে যোগ দিতে পারবেন, আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দিবেন মাশরাফি, এটাই ধারণা করছে বিসিবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
আকমল ১ মে, ২০১৭, ১২:২০ পিএম says : 0
মাশরাফির স্ত্রী ও সন্তানের সুস্বাস্থ্য কামনা করছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন