ইনকিলাব ডেস্ক : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন করে সংবিধান তৈরির ঘোষণা দিয়েছেন। দেশটির রাজপথে এক মাসের বেশি সময় ধরে বিরোধী দলের ভয়াবহ রক্তক্ষয়ী বিক্ষোভ ও সংঘর্ষ চলছে এবং বলা হচ্ছে চলমান পরিস্থিতি শান্ত করতেই সোমবার তিনি এ ঘোষণা দেন। যখন তিনি তার কয়েক হাজার সমর্থকদের সঙ্গে মে দিবস উপলক্ষে দেয়া ভাষণে সংবিধান পরিবর্তনের ঘোষণাটি দিচ্ছিলেন, ঠিক তখনই রাজধানীর অন্য স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করছিল। খবর এএফপি’র। বিরোধী দল তাৎক্ষণিকভাবে একে তাদের আন্দোলন বানচালের কৌশল হিসেবে উল্লেখ করে মঙ্গলবার থেকে সড়ক অবরোধের জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে আরো বলা হয়েছে, বুধবার তারা একটি ‘বিশাল বিক্ষোভের’ আয়োজন করছে। এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন