বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আমানতের টাকা তুলতে গিয়ে মহিলা লাঞ্ছিত

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

হিলি সংবাদদাতা : দিনাজপুরের হাকিমপুরে ঠেঙ্গামারা মহিলা সবুজ সমিতি (টিএমএসএস) এর শাখা ব্যবস্থাপক আব্দুল মালেকের বিরুদ্ধে এক মহিলা সদস্যের সাথে অশালিন আচরণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার হিলি বাজারস্থ ঠেঙ্গামারা মহিলা সবুজ সমিতির হাকিমপুর শাখা অফিসে আমানতের টাকা তুলতে গেলে শাখা ব্যবস্থাপক প্রথমে টাকা না দিয়ে অশালিন আচরণ করেন। পরে ওই মহিলা সদস্যের চাহিদা মাফিক আমানতের চারহাজর টাকা ফেরত দেওয়া হয়। এ ব্যপারে হাকিমপুর থাকায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই মহিলার স্বামী হাকিমপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও হিলি স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ। অপারদিকে অফিস ভাঙচুর ও মারধরের অভিযোগ এনে শাখা ব্যবস্থাপক আব্দুল মালেকও হাকিমপুর থানায় একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন হাকিমপুর থানা পুলিশের অফিসার ইন-চার্জ আব্দুস সবুর। এ ব্যপারে গত বুধবার দুপুরে হাকিমপুর শাখা টিএমএসএস অফিসে সরজমিনে গেলে সেখানে ভাঙচুরের কোন আলামত পাওয়া যায়নি। এ ঘটনাটিকে অনাকাঙ্খিত দাবি করে প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মিজানুর রহমান বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এসময় বগুড়া অফিস থেকে আসা জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় শাখা ব্যবস্থাপক আব্দুল মালেককে অফিসে পাওয়া যাওয়া যায়নি। পরে বিকেলে তার মোবাইলে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর ওপার প্রান্ত থেকে আব্দুল মালেক নেই আমি আলিম বলছি বলে ফোন কেটে দেওয়া হয়। পারবর্তীতে আর কল রিসিভ না করে কেটে দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন