বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্বাধীনতা দিবস টেনিস

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সুইস কোয়ালিটি পেপার স্বাধীনতা ও জাতীয় দিবস টেনিস প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে এ আসরের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। এসময় জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, সুইস কোয়ালিটি পেপার (বাংলাদেশ) লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার এএফএম জহিরুল ইসলাম, টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন ও সাধারণ সম্পাদক গোলাম মারশেদ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৯টি ক্লাবের প্রায় দু’শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলো হলো- বিকেএসপি, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকা ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, ঢাকা অফিসার্স ক্লাব, গুশলান ইয়ুথ ক্লাব, বৃটিশ হাই কমিশন ক্লাব, নেভী ক্লাব, আমেরিকান ক্লাব, ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা, আনসার ও ভিডিপি টেনিস ক্লাব, নরডিক ক্লাব এবং ইন্টারন্যাশনাল ক্লাব। টুর্নামেন্টের ইভেন্টগুলো হলো- পুরুষ একক ও  দ্বৈত, মহিলা একক, বালক ও বালিকা একক, অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৮ বছর এবং মিনি টেনিস (অনুর্ধ ১০ বছর, অনুর্ধ ৮ ও অনুর্ধ ৬ বছর বালক ও বালিকা)। কাল উদ্বোধনী দিনে সকল ইভেন্টের সাইন-ইন এবং ড্র অনুষ্ঠিত হয়। আজ সকাল নয়টা থেকে শুরু হবে বিভিন্ন ইভেন্টের খেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন