বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়ায় এখন ঈশ্বর নেই বলায় জেলের মুখে

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ‘ঈশ্বর আছে’ বললে যে দেশটিতে এক সময় অস্বাভাবিক দৃষ্টিতে দেখা হতো, সেই রাশিয়ায় ঈশ্বর নেই বলায় জেলে যেতে হচ্ছে এক ব্যক্তিকে। বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ভিক্টর ক্রাসনভ নামে ওই ব্যক্তির বিচার শুরুর কথা রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ভিকনটাক্টে ঈশ্বর বলে কিছু নেই লিখেছিলেন তিনি। তিনি আরও লিখেছিলেন, বাইবেল কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। এই দুই বক্তব্য ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রমাণিত হলে তাকে এক বছর জেল খাটতে হবে। সেই সঙ্গে জরিমানা ও বাধ্যতামূলক শ্রমের শাস্তিও হতে পারে। গত বছর ক্রাসনভের অনলাইন চ্যাট দেখে দুই তরুণ তা পুলিশকে জানানোর পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। সমাজতান্ত্রিক রাষ্ট্র থেকে পুঁজিবাদী পথে আসা রাশিয়ায় ২০১৩ সালে ‘পুসি রায়ট’-এর পর ধর্মীয় অনুভূতিতে আঘাত অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। বস্তুবাদী সমাজতন্ত্রের দর্শনে ঈশ্বরের অস্তিত্ব শুধু মানুষের কল্পনায় উপস্থিত বলে মনে করা হয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন