বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সংকট নিরসনের আহ্বান

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীর সমস্যাকে স্বীকৃতি দিয়ে শান্তিপূর্ণ উপায়ে এ সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাক-মার্কিন কৌশলগত সংলাপ শেষে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। খবর পাকিস্তানের ইংরেজি ডনের। বিবৃতিতে বলা হয়েছে, অর্থবহ আলোচনার মাধ্যমে কাশ্মীরসহ সব অমীমাংসিত সমস্যার শান্তিপূর্ণ সমাধানের প্রতি সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান। এ ছাড়া এশিয়ায় সশস্ত্র সংঘর্ষের ঝুঁকি কমাতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ বলেও এতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বিবৃতিতে পরমাণু অস্ত্র বিস্তার রোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫৪০ নম্বর ইশতেহার কার্যকরভাবে বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়েছে। বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ। ডন।





 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন