শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভূমধ্যসাগরে কয়েক শ’ শরণার্থীর মৃত্যুর আশঙ্কা

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত কয়েকদিনে ভূমধ্যসাগরে দুই শতাধিক শরণার্থী প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। লিবীয় উপকূলে ভেসে আসা লাশ ও উদ্ধারকৃত শরণার্থীদের বক্তব্যের  ভিত্তিতে এ আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত লিবীয় উপকূলে প্রায় সাড়ে সাত হাজার শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি ও লিবিয়ার কোস্টগার্ড। তবে তিনদিনে মোট কতজন শরণার্থী প্রাণ হারিয়েছেন তা এখনো সঠিকভাবে জানা যায়নি। বেঁচে যাওয়া শরণার্থীদের দুটি দল জানায়, উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই রাবারের ডিঙি ডুবে যাওয়ায় তাতে থাকা কয়েকশ’ শরণার্থী প্রাণ হারায়। গত রোববার আরো অন্তত ৬০ জনের মৃত্যুর কথা জানায় সিসিলিতে অবস্থানরত শরণার্থীরা। এছাড়া লিবিয়ার জাউইয়া জেলার পশ্চিম উপকূলে ১১ শরণার্থীর লাশ ভেসে এসেছে বলে জানান রেড ক্রিসেন্টের স্থানীয় মুখপাত্র মোহানাদ ক্রিমা। এদিকে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থার হিসাব অনুযায়ী, ইউরোপে আসার পথে তিন দিনে ৮০ জনের অধিক শরণার্থী প্রাণ হারিয়েছেন। এছাড়া চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইতালি আসার পথে নিখোঁজ হয়েছেন ১ হাজার ১৫০ জনের বেশি শরণার্থী। রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন