বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেইজিং টোকিও পিয়ংইয়ংও যাব

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই অবিলম্বে উত্তর কোরিয়া পরিস্থিতি সামাল দেওয়াসহ সেখানে সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুন জায়ে-ইন। তার আমলে সিউলের উত্তর কোরিয়া নীতি আমূল বদলে যাবে বলেই ধারণা করা হচ্ছে। শপথের পর প্রথম ভাষণে মুন বলেছেন, সঠিক পরিস্থিতিতে তিনি উত্তর কোরিয়া সফরে যেতে ইচ্ছুক। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক এবং অর্থনীতির বিষয়টিও তুলে ধরার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। উদ্বোধনী ভাষণে মুন বলেছেন, কোরিয়া উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় যা কিছু করা সম্ভব তা তিনি করবেন। তিনি বলেন, দরকার পড়লে আমি এক্ষুণি ওয়াশিংটনে যাব। সঠিক পরিস্থিতিতে আমি বেইজিং এবং টোকিও এমনকি পিয়ংইয়ংয়েও যাব। পদত্যাগে বাধ্য হওয়া সাবেক প্রেসিডেন্ট পার্ক জেয়ুন হাই-এর  উত্তর কোরিয়া নীতির বিপরীত নীতিই নিতে চাইছেন মুন জায়ে-ইন। ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় সব সম্পর্ক ছিন্ন করেছিলেন পার্ক। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে স¤প্রতি বাকযুদ্ধ হয়েছে। পিয়ংইয়ংও কোনওকিছুর তোয়াক্কা না করে বারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কোরিয়া উপদ্বীপে এ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মুনের নেতৃত্বের ওপর এখন নজর সবারই। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন