শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিক্ষিপ্ত বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ঃ দুয়েক জায়গায় অল্পস্বল্প বৃষ্টি ছাড়া গতকাল বুধবার প্রায় সারাদেশে ভ্যাপসা গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে। গত সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩ ও ২৩.৭ ডিগ্রি সে.।    
আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাস মতে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েকটি জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এর বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন