বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো টেলিফিল্মে মৌসুমী ও রিয়াজ

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মৌসুমী ও রিয়াজ সিনেমায় জুটি বেধে অভিনয় করলেও টেলিভিশনের কোনো টেলিফিল্মে অভিনয় করেননি। এই প্রথম তারা ছোট পর্দায় একটি টেলিফিল্মে জুটি বেধে অভিনয় করলেন। প্রখ্যাত সিনেমাটোগ্রাফার জেড এইচ মিন্টুর পরিচালনায় ‘মেঘের আড়ালে’ নামে একটি টেলিফিল্মে তারা অভিনয় করেছেন। এর আগে তিনটি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। মুশফিুকর রহমান গুলজারের নির্দেশনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন। টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘মিন্টু ভাইয়ের সিনেমাটোগ্রাফিতে আমি বেশ ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে তার নির্দেশনাতে এবারই প্রথম। বেশ গুছিয়ে কাজটি করেছেন। অন্যদিকে রিয়াজ অত্যন্ত ভালো মনের একজন মানুষ। খুব সোজাসাপ্টা কথাও বলেন। সহজেই মানুষকে মুগ্ধ করেন। এটা আমি শুরু থেকেই দেখে এসেছি। একই পেশায় কাজ করলেও অনেকের মাঝে ঈর্ষা বিষয়টি আমি দেখেছি। কিন্তু এক্ষেত্রে রিয়াজ অন্যরকম। আমরা মাত্র দু’তিনটি চলচ্চিত্রে কাজ করেছি। কিন্তু আমাদের সম্পর্কটা সবসময়ই খুব ভালো।’ রিয়াজ বলেন, ‘আমরা দু’জনই বৃশ্চিক রাশির। আমার জন্মদিন ২৬ অক্টোবর। আর মৌসুমীর ৩ নভেম্বর। বৃশ্চিক রাশির সাথে বৃশ্চিক রাশির বন্ধুত্ব বেশ ভালো হয়। মৌসুমীর সঙ্গে কম দেখা হলেও আমাদের বন্ধুত্বটা বেশ ভালো। একজন মানুষ হিসেবে মৌসুমী অসাধারণ। তার মাঝে মানুষের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। আর তার যে বিষয়টি আমাকে বেশি মুগ্ধ করে তা হলো, তার মাঝে প্রেম ফল্গুধারার মতো সবসময়ই বহমান, যা শিল্পী হিসেবে, মানুষ হিসেবে আগামীর পথে এগিয়ে যাবার চালিকাশক্তি। তাতে মুগ্ধ হয়েই দর্শক তাকে ভালোবেসেছে, আজও ভালোবাসে। একজন মৌসুমী যুগে যুগে জন্মায় না। তাই মৌসুমীর মতো শিল্পীদের মূল্যায়ণ করা উচিত যথাযথভাবে।’  উল্লেখ্য, শওকত জামিলের নির্দেশনায় ‘একজন সঙ্গে ছিলো’সহ চাষী নজরুল ইসলামের নির্দেশনাতেও তারা দু’জন একসঙ্গে একই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন