স্টাফ রিপোর্টার: কোম্পানির মধ্যে মার্জারে (একীভুতকরণ) আমলাতান্ত্রিক জটিলতা দুর করার দাবি জানিয়েছেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ। একইসঙ্গে অযৌক্তিক প্রভাব মুক্ত করা, স্বচ্ছতা নিশ্চিত, মনিটরিং করা, বিশেষজ্ঞ নিয়োগ ও যথাসময়ে সিদ্ধান্ত নেওয়া দরকার বলেও জানান তিনি। গত মঙ্গলবার দি ইন্স্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর উদ্যোগে ‘মার্জার ইন বাংলাদেশ: চ্যালেঞ্জস অ্যান্ড লার্নিং’ শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত ওই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মাহাতাব উদ্দিন আহমেদ। মার্জার সম্পর্কে রবি প্রধান বলেন, মার্জারে কোম্পানি ও গ্রাহক উপকৃত হয়। এতে কোম্পানিরও ব্যয় কমে এবং ভোক্তাদের কম দরে সেবা প্রদান করা যায়। একইসঙ্গে কোম্পানির দক্ষতা বৃদ্ধি পায়। এজন্য রেগুলেটরদের সহযোগিতা প্রয়োজন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিষ বসু। সভাপতিত্ব করেন আইসিএমএবি’র সভাপতি জামাল আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইসিএমএবি’র সাবেক সভাপতি এবং সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান আরিফ খান এবং ধন্যবাদজ্ঞাপন বক্তব্য দেন আইসিএমএবি’র সচিব মো: আবদুর রহমান খান।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশিষ বসু বলেন, মার্জার ইস্যুটি বাংলাদেশে নতুন। তিনি বলেন, মার্জার ইস্যু সহজতর করার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে ১৯৯৪ সালের কোম্পানি আইনসহ আরও কিছু আইন যুগোপযোগি করার জন্য সংশোধনের কাজ করা হচ্ছে। তিনি জানান, বাংলাদেশ অর্থনীতিতে অনেক এগিয়ে গেছে। এছাড়া ২০২১ সালের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ ডিজিটাল ও মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশাবাদ প্রকাশ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন