মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢামেকে শিশু চোর সন্দেহে আটক ১

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটে শিশু চোর সন্দেহে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। আয়শা নামের দেড় বছরের শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পপি আক্তার (২০) নামের এক নারীকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে হাসপাতালের বার্ন ইউনিট থেকে ওই শিশুকে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির  মা রেহানা বেগম ও বাবা সবুজ মিয়া। মা রেহানা সাংবাদিকদের বলেন, তার বাড়ি যশোরের চৌগাছায়। ছয় মাস আগে তার স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় স্বামীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তখন থেকে তিনি (রেহানা) শিশু আয়েশাকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন।
গত বৃহস্পতিবার রাতে পপি আক্তার নামের ওই নারী বার্ন ইউনিটে যান। পপি তার সঙ্গে কথাবার্তা বলেন এবং বাচ্চাকে আদর করেন। পপি জানান, তার একজন আত্মীয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে চিকিৎসাধীন। রেহানা বলেন, গতকাল বিকেল তিনটার দিকে পপি আবার বার্ন ইউনিটে যান। তিনি বাচ্চাকে হাসপাতালের বেডে রেখে বাথরুমে যান। বের হয়ে দেখেন, বাচ্চা নেই, পপিও নেই। তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। অন্য রোগীর স্বজনেরাও চিৎকার করতে করতে বার্ন ইউনিটের প্রধান ফটকের দিকে ছুটে যান। তখন সেখানে কর্তব্যরত আনসার সদস্যরা পপিকে বাচ্চাসহ আটক করেন। পপি সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি বাচ্চা চোর নন। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। দুদিন আগে তিনি ঢাকা মেডিকেলের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে মোসলেম মিয়া নামের একজনের কাছে আসছিলেন। তবে বাচ্চা নিয়ে কোথায় যাচ্ছিলেন এ প্রশ্নের কোন উত্তর দিতে পারেন নি পপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন