শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রশাসনের হস্তক্ষেপে চারটি বাল্য বিয়ে বন্ধ

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পিরোজপুর, বারদী ও মোগরাপাড়া ইউনিয়নের পৃথক এলাকায় বাল্যবিয়ে অভিশাপ থেকে মুক্তি পেল চারজন স্কুলছাত্রী। গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এসএম জাকারিয়ার হস্তক্ষেপে এ বিবাহগুলো বন্ধ করা হয়। এসএম জাকারিয়া জানান, শুক্রবার সকালে পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের আলম মিয়ার ৯ম শ্রেণীতে পড়–য়া ছাত্রী সুমাইয়া ও একই ইউনিয়নের দুধঘাটা গ্রামের আ. মতিন মিয়ার ৮ম শ্রেণীতে পড়–য়া তানিয়া আক্তার, বারদী ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের ইউসূফ আলীর ১০ শ্রেণীর ছাত্রী তামান্না ও মোগরাপাড়া ইউনিয়নের বড়সাদিপুর গ্রামের জাহাঙ্গীরের দশম শ্রেনীর ছাত্রী লিজা আক্তারের বিয়ে বন্ধ করি। এ সময় প্রত্যেক অভিভাবককে বাল্যবিয়ে নিরোধ আইন মেনে মেয়েদের আঠারো বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। যদি কেউ এ নির্দেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন