বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তানকে অর্থ সহায়তা দিচ্ছে চীন

দ. চীন সাগরে অত্যাধুনিক গোয়েন্দা বিমান মোতায়েন করেছে বেইজিং

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১০ এএম, ১৪ মে, ২০১৭

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরের হাইনান দ্বীপে অত্যাধুনিক গোয়েন্দা বিমান শাহনশি কেজে-৫০০ মোতায়েন করেছে বেইজিং। উপগ্রহ থেকে তোলা ছবিতে বিরোধপূর্ণ এলাকায় এ বিমানের উপস্থিতি ধরা পড়েছে। আকাশ থেকে শত্রæ বিমানের উপস্থিতির বিষয়ে আগাম সতর্কীকরণ করতে সক্ষম কেজে-৫০০ বিমানে রাডার ডিশ রয়েছে। এতে বিমানকে চিহ্নিত করার ক্ষেত্রে ভুল হওয়ার আশংকা থাকে না। কেজে-৫০০ দিয়ে চারশ’ ৭০ কিলোমিটারের মধ্যে এক সঙ্গে ৬০ বিমানের গতিবিধির ওপর নজর রাখা যায়। এ বিমানের রাডারকে নজরদারি এবং সাধারণ গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজেও ব্যবহার করা যায়। দক্ষিণ চীন সাগরের ওপর চীনের পাশাপাশি অনেক দেশই ভৌগলিক অধিকার দাবি করছে। বিরোধপূর্ণ এ এলাকায় কেজে-৫০০ বিমানকে চীন নানাভাবে ব্যবহার করতে পারবে। হাইনান ঘাঁটিতে এই প্রথম এ বিমান মোতায়েন করা হলো এবং উপগ্রহ থেকে নেয়া ছবিতে ঘাঁটিতে এ রকম অনেক বিমানের উপস্থিতি ধরা পড়েছে। অপর এক খবরে বলা হয়, সিন্ধু নদের জলপ্রপাত উন্নয়নের জন্য পাকিস্তানকে পাঁচ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীন। উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন হলে সেখান থেকে প্রতিদিন ৪০ হাজার মেগাওয়াট পানিবিদ্যুৎ উৎপাদন করবে পাকিস্তান। এ নিয়ে দু দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছে ইসলামাবাদ। চীন সফররত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উপস্থিতিতে সমঝোতা স্মারক সই হবে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার সঙ্গে আরো যেসব উন্নয়ন প্রকল্প ও অবকাঠামো নির্মাণ করতে হচ্ছে তারই অংশ হিসেবে সিন্ধু নদে পানিবিদ্যুৎ প্রকল্প হাতে নিচ্ছে পাকিস্তান এবং তাতে বিপুল অর্থ বিনিয়োগ করবে বেইজিং। পাকিস্তানের কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এরইমধ্যে চীনা বিশেষজ্ঞরা প্রকল্প এলাকায় জরিপ চালিয়েছেন। সা¤প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে চীন সরকার যার ফলে বেশ কয়েকটি বিশাল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউন, ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সুমন শাহা ১৪ মে, ২০১৭, ১:০৩ পিএম says : 0
চীন ধীরে ধীরে পাশ্ববর্তী সকল দেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করছে শুধুমাত্র ভারত ছাড়া।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন