বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রাইজমানি বাড়লো চ্যাম্পিয়ন্স ট্রফির

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সেরা আট দল, দুই গ্রæপে আঠারো দিনে মোট পনেরটি ম্যাচ এবং এক দলের সেরাদের সেরা হওয়ার লড়াই- হ্যা, বলছি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। যেটাকে মিনি বিশ্বকাপও বলা হয়, কারণ এই দলগুলোর বিশ্বকাপ খেলা মোটামুটি নিশ্চিত। ১লা জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্ট চলবে ১৮ই জুন পর্যন্ত।
তবে তার আগে দলগুলোকে আরেকটু চাঙ্গা হবার খবরই জানালো আইসিসি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পবে ২২ লাখ মার্কিন ডলার। গত আসরের চাইতে যা ২ লাখ ডলার বেশি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারে আসরের প্রাইজমানির কথা জানায় আইসিসি। সব মিলিয়ে দলগুলোকে ৪৫ লাখ ডলার প্রাইজমানি দেবে আইসিসি। গত টুর্নামেন্টের চেয়ে মোট প্রাইজমানি বেড়েছে ৫ লাখ ডলার। চার বছর পর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বা মোট প্রাইজমানি, কোনোটিরই বাড়ার হার খুব দারুণ কিছু নয়। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, ১১ লাখ ডলার। গত টুর্নামেন্টেও রানার্সআপের প্রাইজমানি ছিল চ্যাম্পিয়ন দলের অর্ধেক। সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই দল এবার পাবে সাড়ে ৪ লাখ ডলার করে। গ্রæপ পর্বে তৃতীয় স্থানে থেকে যাওয়া দল পাবে ৯০ হাজার ডলার। আর গ্রæপে শেষ স্থানে থাকা দল পাবে ৬০ হাজার ডলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন