বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাকুতে বাকি-দিশার স্বর্ণ

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : চতুর্থ  ইসলামী  সলিডারিটি গেমসের শুটিং ডিসিপ্লিন থেকে প্রথম স্বর্ণপদকের মুখ দেখলো বাংলাদেশ। আজারবাইজানের রাজধানী বাকু শহরে অনুষ্ঠিত এ আসরে আগের দিন সাফল্য তুলে এনেছিলেন লাল-সবুজের তরুণ শুটার রাব্বি হাসান মুন্না। তিনি শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যাক্তিগত ইভেন্টে রুপা জিতে  দেশের মান বাড়ান। আর গতকাল আরো একধাপ এগিয়ে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত স্বর্ণ জেতেন বাংলাদেশের দুই শুটার আব্দুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা। এবারের ইসলামী সলিডারিটি গেমসে এটাই বাংলাদেশের প্রথম স্বর্ণ জয়। এটি শুটিংয়ে নতুন ইভেন্ট। কাল বাকু শুটিং সেন্টারে এই ইভেন্টের ফাইনালে বাকি-দিশা জুটি ৫-১ পয়েন্টে হারান ইরানের খেদমতি-নুরুজিয়ান জুটিকে। এ ইভেন্টে ব্রোঞ্জপদক জয় করেন তুরস্কের ওমর-সিমানুর জুটি।
বাকুতে সাফল্য পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুল্লাহ হেল বাকি বলেন,‘ সাফল্যের জন্য আল্লার কাছে শুকরিয়া আদায় করছি। আমাকে সমর্থন দেয়ার জন্য শুভাকাঙ্খীদের জানাই ধন্যবাদ। গত ৩/৪ বছরে বিশ্বকাপসহ অনেকগুলো আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছিঅ কিন্তু ২০১৬ এসএ গেমসের টিম ইভেন্টে রুপা ছাড়া অন্যগুলো পদক জিততে পারিনি। ফাইনালে গিয়েও শেষ হচ্ছিল না মনের মতো।  কোচ বারবার ধৈর্য্য ধরার উপদেশ দিয়ে আস্থা না হারাতে বলেছিলেন। আমি কোচের কথাতেই বিশ্বাসটা ধরে রেখেছিলাম।’ তিনি আরো বলেন,‘বাকুতে স্বর্ণ জিতে কতটা ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না। আমি মনে করি এই পদকটি আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবেই এসেছে। এখন আমার একটাই লক্ষ্য টোকিও অলিম্পিকে কোটা প্লেস অর্জন করা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন