শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাস্তব এক্সরসিজম নিয়ে উইলিয়াম ফ্রিডকিনের প্রামাণ্যচিত্র

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

অশুভ আত্মার আছর তাড়ানো বা এক্সরসিজম নিয়ে ‘দ্য ডেভিল অ্যান্ড ফাদার আমর্থ’ নামে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছেন ক্লাসিক হরর ফিল্ম ‘দি এক্সরসিস্ট’-এর পরিচালক উইলিয়াম ফ্রিডকিন। বাস্তব এক্সরসিজমের সঙ্গে তার ফিল্মটির প্রক্রিয়ার মিল আর অমিল দেখান হবে প্রামাণ্যচিত্রটিতে।
১৯৭৩ সালে চলচ্চিত্রটি মুক্তি পাবার চার দশকেরও বেশি সময় পর ফ্রিডকিন ‘ডিন অফ এক্সরসিস্টস’ হিসেবে খ্যাত ফাদার গ্যাব্রিয়েলে আমর্থের বদ আত্মা তাড়াবার প্রক্রিয়া (এক্সরসিজম) চাক্ষুষ করার অনুমতি পেয়েছেন। ফাদার আমর্থ কয়েক হাজার এক্সরসিজম পরিচালনা করেছেন। তিনি এরই মধ্যে এক ইতালীয় নারীর ওপর পরিচালিত নবম এক্সরসিজমে উপস্থিত ছিলেন। এই নারীর কিছু অদ্ভুত আচরণ আর কাজ আধুনিক মনোরোগবিদ্যা দিয়ে ব্যাখ্যা বা উপশম করা যাচ্ছিল না।
“শুভ আর অশুভ’র প্রকৃতি, এবং অশুভ আত্মা ভর করার সম্ভাবনা বরাবরই আমাকে বিস্মিত করে এসেছে। ‘দি এক্সরসিস্ট’ নির্মাণের চার দশক পর বাস্তব এক্সরসিজম দেখা এবং চলচ্চিত্রায়নের ধারণাটি হঠাৎ করেই আমার মাথায় এসেছে,” ফ্রিডকিন বলেন।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন