বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোচ হচ্ছেন ইউনিস, মিসবাহ ম্যাচ রেফারী

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বেজে গেছে বিদায়ের সুর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের ৩য় ম্যাচ শেষেই আজীবনের জন্য তুলে রাখবেন ব্যাট আর প্যাডজোড়া। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশ্লেষণ- অবসরের পর কী করবেন ইউনিস খান এবং মিসবাহ-উল-হক?
পাকিস্তানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্রিকেট ছাড়ার পর কোচ হবেন ইউনিস, আর মিসবাহ হবেন ম্যাচ রেফারী!
স¤প্রতি পাকিস্তানের ডন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশহাল জানান, তার দলের কোচ হচ্ছেন ইউনিস। তিনি বলেন, ‘আফগান ক্রিকেট দলের কোচ হতে ইচ্ছা প্রকাশ করেছেন ইউনিস। আমাদের বোর্ড এই চুক্তিটি চূড়ান্ত করেছে।’ সে হিসেবে কোচিং পেশায় মনোনিবেশ করা এখন ইউনিসের সময়ের ব্যাপার মাত্র!
এদিকে পাকিস্তানের বিদায়ী টেস্ট অধিনায়ক মিসবাহকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ম্যাচ রেফারী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানান এমন তথ্য। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি। এখন অবসরের পর এটি তারই সিদ্ধান্তের উপর নির্ভর করবে।’
আজ পর্যন্ত কেউই আইসিসিতে পাকিস্তানের হয়ে ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেননি। শাহরিয়ার খান মনে করছেন, মিসবাহ এই পদটির জন্য উপযুক্ত।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন