মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

দেশে ফিরেছেন পদক জয়ী শুটাররা

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : চতুর্থ ইসলামি সলিডারিটি গেমস থেকে দেশের জন্য সম্মান বয়ে এনে ঢাকায় ফিরে এসেছেন পদকজয়ী শুটাররা। আজারবাইজানের রাজধানী বাকু থেকে গতকাল ভোরে ঢাকার হযরত শাহজালাল (র.) বিমান বন্দরে পৌঁছে বাংলাদেশ শুটিং দল। বিমানবন্দরে দলটিকে ফুলেল শুভেচ্ছা জানান শুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু। ইসলামি সলিডারিটি গেমসের ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছেন আবদুল্লাহেল বাকী ও সৈয়দা আতকিয়া হাসান দিশা এবং ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জয় করে রাব্বি হাসান মুন্না। দেশে ফিরেই ফের জার্মানীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন শুটাররা। আজ জার্মানীর মিউনিখে শুরু হওয়া আইএসএসএফ ওয়ার্ল্ডকাপ শুটিংয়ে অংশ নেবে লাল সবুজের শুটিং দল। কাল দলের সঙ্গে পাঁচ শুটার ও একজন কর্মকর্তা গেলেও বাংলাদেশের বিদেশী কোচ বাকু থেকে সরাসরি মিউনিখে যাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন