শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্রের সব সংগঠন থেকে নিজেদের গুটিয়ে নেব -সম্রাট

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বিগত প্রায় দুই মাস ধরে চলচ্চিত্রাঙ্গণে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। সর্বশেষ বিভিন্ন গণমাধ্যমে পরিচালক সমিতিকে হেয় করে চিত্রনায়ক বাপ্পারাজ কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে পরিচালক সমিতি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ নিয়ে রাজ্জাক পরিবার বেশ অসন্তুষ্ট। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক স¤্রাট। তিনি বলেন, বিএফডিসির সকল সংগঠন থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার চিন্তা করছি। প্রযোজক সমিতিতে আমার সদস্যপদ রয়েছে। ভাবছি সেটা সারেন্ডার করে আসব। এ ছাড়া শিল্পী সমিতিতেও সারেন্ডার করব। এসবে এখন আর আগ্রহ নেই। বিএফডিসির ভেতরে পুলিশ, মারামারি এর আগে কখনো হয়নি। আমরা শিল্পী মানুষ সম্মানের সাথে সম্মিলিতভাবে কাজ করেছি। আমার ব্যক্তিগত মতামত হলো-আমি একজন শিল্পী। চলচ্চিত্র ক্যারিয়ারে আমার দশ বছর পেরিয়ে গেছে। ভোটের দিন ভোট দিতে গেলাম, গেটে পুলিশ আমাদের আটকে দিল। পুলিশ চিত্রনায়ক বাপ্পারাজ, সম্রাটকে চিনল না। আমরাই যদি এফডিসিতে ঢুকতে না পারি তা হলে কারা ঢুকবে? রাজ্জাক সাহেবের ছেলেরাও যদি এফডিসিতে স্বাভাবিকভাবে ঢুকতে না পারে তা হলে এই ইন্ডাস্ট্রিতে রাজ পরিবারের থাকার প্রয়োজন নেই। আমরা সুন্দর মতো চলে আসতে চাই। আমাদের ইজ্জত আমাদের জায়গায়। তিনি বলেন, খুব খারাপ লাগছে বলেই চলে আসতে চাই। আমরা ঝগড়া-ঝাটি করতেও পারব না, কোনোদিন করিওনি, কারো সাথে মনোমালিন্যও হয়নি। যতদিন কাজ করেছি সবার সঙ্গে মিলেমিশে আপন মনে করে কাজ করেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
তারেক ১৯ মে, ২০১৭, ১২:৪০ পিএম says : 0
আমার মনে হচ্ছে এই অবস্থার অবসান হওয়াটা খুব জরুরী
Total Reply(0)
Abdul Halim ১৯ মে, ২০১৭, ১২:৪৬ পিএম says : 0
তবে কি ভারতীয়দের একচোটিয়া সুযোগ দেবেন?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন