বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে গানমেলা

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে গানমেলা। আগামী ২২ মে নিউইয়র্ক সময় রাত ৮ টায় এটি অনুষ্ঠিত হবে। মেলায় গান পরিবেশন করবেন মাকসুদ ও ঢাকা, জানে আলম, দিলরুবা খান, চন্দনা মজুমদার ও শিমুল খান। এছাড়া অনুষ্ঠানে সখীরে গানের শিল্পী তানভীর শাহিন ও প্রবাসী শিল্পী শাহ মাহবুবও গান গাইবেন। গানমেলার আয়োজক তানভীর শাহিন। গানমেলায় অংশ নিতে এরই মধ্যে দিলরুবা খান, চন্দনা মজুমদার ও শিমুল খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আয়োজক তানভীর শাহিন বলেন, এবারের গানমেলা একটু লোক ধাঁচের গান দিয়ে সাজানো হয়েছে। অন্যান্য ঘরানার গানও থাকবে। প্রবাসীরা ইউটিউব কিংবা অন্যান্য মাধ্যম থেকে বাংলাদেশের গান  শোনে। এবার প্রবাসী বাঙালিদের ভিন্ন কিছু উপহার দিতেই এই আয়োজন করতে যাচ্ছি। মেলায় অংশগ্রহণকারি শিল্পীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এসেছি গান শোনাতে। কোন কোন গানগুলো গাইবো তার প্রস্তুতি চলছে। গানমেলায় ভালো একটা শো করতে পারবো বলে আশা করি। এছাড়াও কয়েকটি অনুষ্ঠানে গান গাইবো। গানমেলার পাশাপাশি বাংলাদেশের শিল্পী যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আমন্ত্রণে আরো কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন