ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সংযোজন প্রক্রিয়া জন্য ইইউকে অবশ্যই একটি নতুন চ্যাপ্টার খুলতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, অন্যথায় বøকটির সঙ্গে তুরস্ক কোনো ধরনের আলোচনায় বসবে না এবং গুডবাই বলে বিদায় জানানো হবে। ক্ষমতাসীন জাস্টিজ এন্ড ডেভেলপ পার্টিতে তার প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এরদোগান এসব কথা বলেন। ইইউ সদস্যপদের বিষয়টি নিয়ে দায়িত্বরত ইউরোপিয়ান কমিশনার জোহানেস হানের বক্তব্যের জবাবে এরদোগান এই কড়া বক্তব্য দিলেন। জোহানেস হান রয়টার্সকে বলেছিলেন, ইইউতে যোগদানের ব্যাপারে এরদোগানের অধীনে তুরস্ক পিছুটান দিয়েছে। অনুষ্ঠানে এরদোগান বলেন, নতুন চ্যাপ্টার শুরু করা ছাড়া এখন আর অন্য কোনো বিকল্প নেই। আপনি (জোহানেস হান) এটি শুরু করতে না পারলে গুডবাই বলে বিদায় জানানো হবে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন