শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পঞ্চগড়ের ৪ ইউনিয়ন-ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় নির্বাচন স্থগিত

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা
পঞ্চগড়ের ৪টি ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন দপ্তর। গত বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান এ তথ্য জানান। আগামী ৩১ মার্চ এ উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণের তফসিল দেয়া হয়েছিল। এর মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হলো। স্থগিত হওয়া ইউনিয়নগুলো হলো- ময়দান দীঘি, বড়শশী, মাড়েয়া বামনহাট ও কাজলদীঘি কালিয়াগঞ্জ। সারওয়ার জাহান বলেন, ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় বোদা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনার ২ শাখার উপসচিব মো. সামসুল আলমের পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। বাকি ছয় ইউনিয়নের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান এ কর্মকর্তা। তবে বামণহাট মাড়েয়াসহ সব কটি ইউনিয়নের বাসিন্দারা খুব তাড়াতাড়ি এসব এলাকায় নির্বাচন দেয়ার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন