শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রতীক পেয়ে দলীয় প্রার্থীরা ঠিক করছেন প্রচারণার কৌশল

প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
পিরোজপুরে আগামী ২২ মার্চ  ৫টি ইউনিয়নের প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে গত বৃহস্পতিবার প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে ভোটযুদ্ধে নেমে পড়েছেন। কাউখালীর রিটার্নিং কর্মকর্তা মো. ইউসুফ হারুন ও খান জুলহাস কবীরের কাছ থেকে আ.লীগ, বিএনপি জাতীয় পার্টি (জেপি) ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের ভোটযুদ্ধের প্রতীক পেয়ে মাঠে নেমে পড়েছেন। অনেকে পছন্দের প্রতীক পেয়ে মিষ্টিমুখ করিয়েছেন, এমন খবরও পাওয়া গেছে। সর্বত্র ছিল উৎসবের পরিবেশ। আবার  প্রতীক পাওয়ার পরে অনেকে দৌড়েছেন ছাপাখানায়। জেলা শহরগুলোর ছাপাখানাগুলোতেও ছিল প্রচুর চাপ। নির্বাচন উপলক্ষে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রার্থীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ হতেই ইউনিয়ন পরিষদগুলোতে প্রচার-প্রচারণার মাত্রা এত বেড়ে গেছে যে, মনে হচ্ছে কোনো উৎসব আসছে। প্রার্থী ও তার লোকজন ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন। বুকে বুক লাগিয়ে, হাতে হাত দিয়ে তারা ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন। অনেকে আবার মসজিদ-মন্দিরে গিয়ে দোয়া চাচ্ছেন বা পূজা দিচ্ছেন বলে জানা গেছে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হাটবাজারে পোস্টার লাগানোর হিড়িক পড়ে গেছে। দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করেছেন প্রচারণার কৌশল। বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তাদের সুবিধা- অসুবিধার কথা শুনেছেন। অন্যদিকে কথা বলেছেন এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে। কাউখালী উপজেলার  ৫ ইউনিয়নে ৩৫ জন চেয়ারম্যান প্রার্থী ও সদস্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন এখন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন ২৬ জন প্রার্থী। এরা হলেন- ১নং সয়না রঘুনাথপুর ইউপিতে কাজী রফিকুল ইসলাম (নৌকা), আবু সাইদ মিঞা মনু (বাই-সাইকেল), মো. নুরুল ইসলাম (ধানের শীষ), ২নং আমরাজুড়ি ইউপিতে ভানু প্রতাপ দে (নৌকা), রাজু আহমেদ (বাই-সাইকেল), কৃষ্ণ লাল গুহ (কাস্তে), আব্দুল আলীম (ধানের শীষ), শেখ মো. শামসুদ্দোহা (অটো রিকশা), মো. ফিরোজ আলম (আনারস),  ৩নং কাউখালী সদর ইউপিতে আমিনুর রশীদ মিল্টন (নৌকা), মো. শাহ আলম তালুকদার (বাই-সাইকেল), মো. বদরুদ্দোজা মিয়া (ধানের শীষ), তসলিম উদ্দিন চুন্নু (আনারস), ৪নং চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপিতে মো. মাহমুদ খান খোকন (নৌকা), রেজাউল করিম নীরব (ধানের শীষ), মো. বজলুর রহমান খান (বাই-সাইকেল), নজরুল ইসলাম (ঘোড়া), জাফর আলী খান নান্না (অটো রিকশা), শেহাবউদ্দিন কাশেমী (হাত পাখা), দেলোয়ার হোসেন মানিক (লাঙ্গল), আবু সায়েম মিয়া (আনরস), মো. নাজমুল হোসেন (চশমা), ৫নং শিয়ালকাঠি ইউপিতে দেলোয়ার হোসেন (বাই-সাইকেল), গাজী সিদ্দিকুর রহমান (আনারস), মুহাম্মদ মহসীন (ধানের শীষ), হুমায়ুন কবির তালুকদার (মোটর সাইকেল)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন