মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবিপ্রবির উদ্ভাবিত অটোনোমাস ড্রোন আকাশে উড্ডয়ন

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অটোনোমাস ড্রোন আবিস্কার করেছেন। আইসিই বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেনের তত্ত¡াধানে ড্রোনটি আবিষ্কার করেছেন, বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের একটি টিম। এই  টিম লিডার দলপতি  শৌভিক রায় এবং তাকে সহযোগিতা করেন একই বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান ও প্রণব প্রামাণিক। ক্লাসের প্রজেক্টের অংশবিশেষ হিসেবে তিনি এটি আবিষ্কার করেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ড্রোনটি উড়ানো হয়। ড্রোন আকাশে উড়ানোর দৃশ্য উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরী এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী ও উৎসুক লোকজন।
এই আবিষ্কার সম্পর্কে দলপতি শৌভিক রায় বলেন, গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। ড্রোনটি ১দশমিক ৫০ কিলোমিটার পর্যন্ত আকাশে উড়তে পারে এবং দুই কেজি ওজন বহন করতে পারে । এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত এবং ভিডিও দৃশ্য ধারণ করতে সক্ষম। এটি স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়নের পর নির্দিষ্ট সময়ের মধ্যে যথাস্থানে ফিরে আসে। ভবিষ্যতে যাতে ড্রোনটি অপরিচিত ব্যক্তি সনাক্তকরণ, ইন্ডাস্ট্রিয়াল এলাকা মনিটরিং, ত্রিমাত্রিক মানচিত্র ধারণ এবং শব্দ ধারণ করতে পারে সেজন্য ড্রোনটি নিয়ে  পর্যায়ক্রমে আরো কাজ  করা হবে । পরবর্তীতে উন্নত ড্রোনটি দূষিত এলাকায় বাতাসের গ্যাসীয় উপাদান সনাক্ত করতে এবং সরকারি গোয়েন্দা সংস্থায় অপরাধী সনাক্ত করতে পারবে। এছাড়াও এটি  দূর্যোগপূর্ণ এলাকা পর্যবেক্ষণ এবং প্রাথমিক ত্রাণ যেমন ঔষধ দুর্গম এলাকায় বিতরণ করতে পারবে। এটি তৈরি করতে খরচ হয়েছে ৩৮ হাজার টাকা । অটোনোমাস ড্রোনটি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
পাবিপ্রবি’র ভিসি  প্রফেসর ড. আল-নকীব চৌধুরী বলেন, এই ধরনের উদ্ভাবন পাবিপ্রবির জন্য একটি বড় অর্জন। গবেষণা ও উদ্ভাবনী কাজে শিক্ষার্থীদের যথাসম্ভব সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য তাগিদ দেন। কোন শিক্ষার্থী নতুন কিছু আবিষ্কার ও উদ্ভাবন করতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় তাদের গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন