শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাজনীতিতে ইসলামী আদর্শকে ধারণ করতেই হবে- ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব রিপোর্ট : দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, বাংলাদেশে নির্বাচনী রাজনীতিতে ইসলামী আদর্শকে ধারণ করতেই হবে। ইসলামী মূল্যবোধের ভিত্তিতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকবে।
সংখ্যাগরিষ্ট জনগণ যে বিশ্বাস, চিন্তা-চেতনা লালন করে তার বিরুদ্ধে গিয়ে এদেশে কেউ টিকে থাকতে পারেনি, পারবেও না।  যারা ক্ষমতায় আছেন আর যারা ক্ষমতায় আসতে চান তাদের এই চেতনা ধারণ করতে হবে। দৈনিক ইনকিলাব তার জন্মলগ্ন থেকেই ইসলামী আদর্শ, ভাবধারা অর্থাৎ জনগণের আশা-আকাঙ্খা ও চেতনা ধারণ করে দেশ, জাতি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবিচল রয়েছে। আর এই ক্ষেত্রে দৈনিক ইনকিলাব সবসময়ই আপোসহীন ও বলিষ্ঠ ভূমিকা নিয়ে জনগণের পাশে রয়েছে।  
তিনি গতকাল শনিবার দৈনিক ইনকিলাব ভবনে ইনকিলাবের ব্যুরো ও আঞ্চলিক প্রধানদের সাথে এক সভায় একথা বলেন। ইনকিলাব সম্পাদক  আরও বলেন, এদেশের সংখ্যাগরিষ্ট জনগণ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। ইসলাম বিরোধী কোন চিন্তা চেতনা দেশবাসী কখনো গ্রহন করেনি- করবেও না। যারা ইসলামকে বাদ দিয়ে ভিন্ন চিন্তা চেতনা জাতির উপর চাপিয়ে দিতে চেয়েছে তারা ব্যর্থ হয়েছে। শুধু তাই নয় তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদেশে যারা ক্ষমতার রাজনীতি করেন তাদেরও এ চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। ঠিক একইভাবে অতীতের মতো বর্তমান-ভবিষ্যতেও ভোটের রাজনীতিতে ইসলামী আদর্শকে ধারণ করেই রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্ষমতায় আসীন হতে হবে এই বিষয়টি তারাও ভালভাবে উপলব্দি করেন।
বিশ্বায়নের এ যুগে মানুষের জীবনমানের উন্নয়নের পাশাপাশি আর্থ-সামাজিক অবস্থায়ও ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, এতসব পরিবর্তনের পরও মানুষ তাদের মূল চেতনা থেকে বিচ্যুত হয়নি। মূল জনগোষ্টিকে তাদের চিন্তা চেতনা থেকে বিন্দু পরিমানও সরানো যায়নি।
দৈনিক ইনকিলাব দীর্ঘ ৩১ বছরে পথপরিক্রমায় অনেক প্রতিকূলতা মোকাবেলা করে এদেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও দেশপ্রেমিক তাওহিদী জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে। জনস্বার্থে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডের প্রতি দৈনিক ইনকিলাবের সবসময়ই বলিষ্ট সমর্থন রয়েছে একথা উল্লেখ করে সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেন, উন্নয়ন-অগ্রগতির প্রতি এই জোরালো সমর্থন এবং দিক নির্দেশকের ভূমিকা অব্যাহত থাকবে। এক্ষেত্রেও আমাদের প্রতিনিধিরা বলিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করছেন।
সভায় দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক হাফিজুর রহমান, প্রধান প্রতিবেদক  রফিক মুহাম্মদ,
জেনারেল ম্যানেজার (প্রশাসন ও অপারেশন) হাবিবুর রহমান তালুকদার, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা ও চট্টগ্রামের ব্যুরো প্রধান শফিউল আলম, বিশেষ সংবাদদাতা ও খুলনা ব্যুরো প্রধান এটিএম রফিক, বিশেষ সংবাদদাতা ও যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতা, বিশেষ সংবাদদাতা ও বরিশাল ব্যুরো প্রধান নাছিম উল আলম, বিশেষ সংবাদদাতা ও রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, নোয়াখালী ব্যুরো প্রধান ও সিনিয়র রিপোর্টার আনোয়ারুল হক আনোয়ার, বগুড়া আঞ্চলিক প্রধান মহসীন আলী রাজু, ময়মনসিংহ আঞ্চলিক প্রধান শামসুল আলম খান, কক্সবাজার আঞ্চলিক প্রধান শামসুল হক শারেক, চট্টগ্রাম ব্যুরো সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম সেলিম, চট্টগ্রাম ব্যুরো বিজ্ঞাপন ম্যানেজার আনোয়ার সাদাত মুরাদ, খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার আবু হেনা মুক্তি, সিলেট অফিসের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান ও ফেনী অফিসের  মো. ওমর ফারুক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (25)
কামাল ২১ মে, ২০১৭, ১:২৩ এএম says : 0
ইসলামী মূল্যবোধের ভিত্তিতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকতে দেশের জনগণকেও এগিয়ে আসতে হবে।
Total Reply(0)
Mahin ২১ মে, ২০১৭, ১:২৮ এএম says : 0
জনগণও চায় রাজনীতিতে ইসলামী আদর্শকে ধারণ করে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক।
Total Reply(0)
sofiq ২১ মে, ২০১৭, ১:৩১ এএম says : 0
আমি জনাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন সাথে একমত পোষণ করে বলবো বাংলাদেশে নির্বাচনী রাজনীতিতে ইসলামী আদর্শকে ধারণ করা হক।
Total Reply(0)
মামুন খান মেরাজ ২১ মে, ২০১৭, ১:৩২ এএম says : 0
দৈনিক ইনকিলাব যত দিন ইসলামী আদর্শ, ভাবধারা অর্থাৎ জনগণের আশা-আকাঙ্খা ও চেতনা ধারণ করে দেশ, জাতি, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবিচল থাকবে তত দিন এ দেশের মানুষ আপনাদের পাশে থাকবে।
Total Reply(1)
জাফর ২১ মে, ২০১৭, ৬:০০ পিএম says : 4
ইনকিলাব তার আদর্শে অতীতে অবিচল ছিলো, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশা আল্লাহ।
দিনার মাহমুদ ২১ মে, ২০১৭, ১:৩৩ এএম says : 0
আল্লাহ আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে সফল করুক- এটা মহান আল্লাহ তায়ালার কাছে আমার প্রার্থনা।
Total Reply(0)
Bahar ২১ মে, ২০১৭, ১:৩৫ এএম says : 0
ইসলামী মূল্যবোধের আদর্শ না থাকলে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আসবে না।
Total Reply(1)
শাহিন ২১ মে, ২০১৭, ৫:৫০ পিএম says : 4
একদম খাঁটি কথা বলেছেন।
ফেরদৌস জামান চৌধুরী ২১ মে, ২০১৭, ১:৩৭ এএম says : 0
দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন সাহেবের এই বক্তব্য বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য একটা প্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করছি।
Total Reply(0)
ইমরান হোসাইন ২১ মে, ২০১৭, ১:৩৮ এএম says : 0
বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য যদি সকল আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে এক জোট বা দলভুক্ত হতে পারতে তাদের সাথে এদেশের ৯২ ভাগ মুসলমানরা থাকবে।
Total Reply(0)
Nazim uddin ২১ মে, ২০১৭, ১:৩৮ এএম says : 0
We hope that all Muslim of Bangladesh will realize this matter properly and everybody do their duty.
Total Reply(0)
lotif ২১ মে, ২০১৭, ১:৪১ এএম says : 0
ইসলামী মূল্যবোধের ভিত্তিতেই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব টিকে থাকতে হলে জনগণ যে বিশ্বাস চিন্তা-চেতনা রয়েছে তা সরকারকে বাস্তবায়ন করতে হবে।
Total Reply(0)
রোমান কবির ২১ মে, ২০১৭, ১:৪২ এএম says : 0
রোজ কেয়ামত পর্যন্ত যেন দৈনিক ইনকিলাবের এই সিলসিলা জারি থাকে- মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে সেটাই প্রার্থনা করি।
Total Reply(1)
Lokman ২১ মে, ২০১৭, ৬:০৩ পিএম says : 4
Amin. Allah tumi kobul koro
Tuhin ২১ মে, ২০১৭, ১:৪৬ এএম says : 0
apner kotha gulo sune mone kisuta asar sonchoy holo.
Total Reply(0)
nayeem ২১ মে, ২০১৭, ১২:৪৩ পিএম says : 0
You are 100% right. Every political party should be realized this thing.
Total Reply(0)
সুফিয়ান ২১ মে, ২০১৭, ৩:০৯ পিএম says : 0
ইসলামী ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকায় দৈনিক ইনকিলাবকে অসংখ্য ধন্যবাদ
Total Reply(0)
ফজলুল হক ২১ মে, ২০১৭, ৩:৩০ পিএম says : 0
দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা আলহাজ হজরত মাওলানা এম. এ. মান্নান (রহঃ) যেভাবে এ দেশের ইসলাম, মুসলমান ও মাদ্রাসা শিক্ষার জন্য কাজ করে গেছেন ঠিক একইভাবে তার সুযোগ্য সন্তান এ এম এম বাহাউদ্দীন সাহেবেও কাজ করছেন। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, এই পরিবার ও তাদের সকল কর্মকাণ্ডের প্রতি তিনি যেন রহমত ও বরকত দান করেন।
Total Reply(0)
আলমগীর ২১ মে, ২০১৭, ৩:৩৩ পিএম says : 0
বাংলাদেশে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে আওয়ামী লীগ, বিএনপির ছায়াতলে ইসলামী দলগুলোকে যেতে হবে না। বরং তারাই ইসলামী দলের ছায়াতলে আসতে বাধ্য হবে।
Total Reply(1)
Habib ২১ মে, ২০১৭, ৬:১৫ পিএম says : 4
ata thik. kintu tara e to ak hote parse na. amon ki jot o hote parse na. tai kono asar alo o dekhte parsi na.
সেলিম উদ্দিন ২১ মে, ২০১৭, ৩:৩৪ পিএম says : 0
অতীতের মতো বর্তমান-ভবিষ্যতেও ভোটের রাজনীতিতে ইসলামী আদর্শকে ধারণ করেই রাজনৈতিক নেতৃবৃন্দকে ক্ষমতায় আসীন হতে হবে
Total Reply(0)
ফারজানা শারমিন ২১ মে, ২০১৭, ৩:৩৭ পিএম says : 0
আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক এবং দেশ ও ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করুক।
Total Reply(0)
বিপ্লব ২১ মে, ২০১৭, ৩:৩৯ পিএম says : 0
আমাদের সকলের উচিত ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। আর আল্লাহ আমাদেরকে যে কাজের জন্য পৃথিবীতে প্রেরণ করছেন সেই কাজগুলো পরিপূর্ণভাবে করা।
Total Reply(0)
ওবায়েদুল্লাহ ২১ মে, ২০১৭, ৩:৪০ পিএম says : 0
বাংলাদেশে ইসলাম ও ইসলামী শিক্ষার ওপর অনেক দিক দিয়ে ষড়যন্ত্র চলছে, মিথ্যাচার চলছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
Total Reply(0)
আমিনুল ইসলাম ২১ মে, ২০১৭, ৩:৪৫ পিএম says : 0
জনস্বার্থে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ডের প্রতি দৈনিক ইনকিলাব সবসময়ই বলিষ্ট সমর্থন দিচ্ছে। এটা খুব ভালো কথা। কিন্তু এর পাশাপাশি দুর্নীতি,গুম, খুন, রাহাজানীসহ সকল অপকর্মের ফিরিস্তি তুলে ধরতে দৈনিক ইনকিলাবের প্রতি অনুরোধ জানাচ্ছি।
Total Reply(1)
আরজু ২১ মে, ২০১৭, ৪:১৪ পিএম says : 4
এই কাজটি যদি দৈনিক ইনকিলাব সঠিকভাবে করতে পারে, তাহলে ইনকিলাব হবে দেশের প্রথম ও সর্বাধিক জনপ্রিয় পত্রিকা।
মঞ্জুরুল ইসলাম ২১ মে, ২০১৭, ৩:৪৭ পিএম says : 0
আসুন সকল দল মত নির্বিশেষে আমরা ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করি। এক্ষেত্রে সবচেয়ে বড় ভুমিকা রাখতে হবে এদেশের আলেমদেরকে এবং নেতৃত্বও তাদেরকে দিতে হবে। তাহলে কেবল এটা সম্ভব হবে।
Total Reply(1)
ফাহাদ ২১ মে, ২০১৭, ৪:১২ পিএম says : 4
একদম ঠিক কথা বলেছেন। কারণ এটা এখন সময়ের দাবি।
তোফায়েল আহমেদ ২১ মে, ২০১৭, ৭:৪৫ পিএম says : 0
আমাদের সকলের খুঁজে বের করা উচিত যে ৯২ ভাগ মুসলমানের দেশে কেন ইসলামী সরকার নেই?
Total Reply(0)
আজিমুন নেসা ২১ মে, ২০১৭, ৭:৪৭ পিএম says : 0
আল্লাহ আমাদের সবাইকে ইসলাম বুঝে সে অনুযায়ি জীবন পরিচালনা করার তৌফিক দান করুক । আমিন
Total Reply(0)
Mohammed Shah Alam Khan ২১ মে, ২০১৭, ১০:২৩ পিএম says : 0
দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহাউদ্দিন সাহেব একজন উদীয়মান মুসলিম নেতা এটা মানতেই হবে। আমি পূর্বেও বলেছি এখনও বলছি ভবিষতেও বলব তিনি একজন একনিষ্ট ইসলামের প্রতিক এবং ইসলামি রাজনীতিবিদ। তার ধ্যান ধারনায় ইসলাম ছাড়া আর কিছু নেই এটাই সত্য। এখানে তিনি যা বলেছেন এর প্রতিটি শব্দই সত্য এবং আমি তার সাথে একমত। বাংলাদেশের উন্নতী ইসলামী পদ্ধতী ছাড়া আর কোন পথ নেই এটাই মহা সত্য। যে দেশে ৯০% ভাগ মুসলমান সে দেশ নামে হতে পারে ধর্ম নিরপেক্ষ দেশ। কিন্তু এই দেশ চালাতে হলে ইসলামকে আনতেই হবে কারন দেশের অধিকাংশি হচ্ছে মুসলমান তাদেরকে শাসন করতে ইসলামী পদ্ধতীতেই হওয়া উচিৎ। তাই দেশে আইনকানুন বর্তমানের সাথে সামঝস রেখেই করতে হবে তাহলেই দেশের লোক সেটা মানবে এবং দেশ সঠিক পথে চলবে এটাই সত্য। আমি চাই আজ যে কথা গুলো সম্পাদক বাহাউদ্দিন সাহেব বলেছেন এটা আমাদের দেশের সরকার প্রধান শেখ হাসিনা খুবই গুরুত্বের সাথে নিবেন এবং এটাকে বাস্তবায়িত করবেন এটাই আমি আশাকরছি। আমি বিশ্বাস করি নেত্রী হাসিনা নিজে যেমন ইসলামকে মেনে তার জীবন যাপন করছেন তেমনই ভাবে দেশের সবাইকেই এই একই পথে চলতে এবং সেটা মানতে সহযোগিতা করবেন এটাই আমার প্রার্থনা মহান আল্লাহ্‌র কাছে। আমীন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন