শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

যেন আগাম নির্বাচনী মহড়া

| প্রকাশের সময় : ২২ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের মাত্র একবছর পার হয়েছে। এরই মধ্যে আগাম নির্বাচনী মহড়া শুরু হয়ে গেছে। শনিবার রাতে রাজধানীর অভিজাত এক হোটেলে সাইফ পাওয়ারটেকের আযোজনে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা। এ সভার  আড়ালে যেন হয়ে গেলো বাফুফের আগামী নির্বাচনের মহড়া। সভায় আমন্ত্রিত ছিলেন শুধু জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতিরা। বাফুফের নির্বাচনে জেলার ভোট ৬৪টি এবং বিভাগের ৮টি। ৭২ সংস্থার মধ্যে ৪৮টির সভাপতি অথবা প্রতিনিধি উপস্থিত ছিলেন এই মতবিনিময় সভায়।
জেলা ফুটবলের প্রসার ও উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের। কিন্তু তিনি না আসলে অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাফফে সদস্য হারুনুর রশিদ ও আয়োজক সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান মিকু। বাফুফের সহ-সভাপতি বাদল রায় শুরু থেকেই উপস্থিত থাকলেও তাকে  প্রথমে মঞ্চে ডাকা হয়নি। পরে খুলনার সংগঠক আজমল আহমেদ তপন বক্তব্যে বিষয়টি আয়োজকদের নজরে আনলে বাদল রায়কে মঞ্চে ডাকা হয়।
নিজ বক্তব্যে তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘জেলাগুলোকে বাদ দিয়ে ফুটবলের উন্নয়ন সম্ভব হবে না। এখন নির্বাচনের প্রশ্ন না। নির্বাচনতো অনেক দূরে। তাছাড়া নির্বাচন করার কোনো ইচ্ছে আমার নেই। আমি প্রতিশ্রæতি দিয়েছিলাম জেলাগুলোকে ২ লাখ টাকা করে  দেবো। ঈদের পর পর্যায়ক্রমে সেই টাকা দেয়া হবে।’ হারুনুর রশিদ বলেন, ‘কাজই তাকে (রুহুল আমিনকে) তার উপযুক্ত জায়গায় নিয়ে যাবে। উনি ফুটবলের সেবা করলে আমরা উনার সঙ্গে আছি। যখন করবেন না তখন আসসালামু আলাইকুম বলে দেবো। ফুটবলের জন্য যার হাত খোলা থাকবে তার সঙ্গেই থাকবো আমরা।’
সভাপতির বক্তব্যে আশিকুর রহমান মিকু বলেন,‘আগামী এক মাসের মধ্যে তাদের নিয়ে মতবিনিময় করতে হবে। আমরা এই অনুরোধ বাফুফেকে চিঠি দিয়ে জানাবো। কোনো বিরোধ নয়, দেশের ফুটবল উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন