বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মেসিরও আছে জোড়া সাফল্য

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : মৌসুমটা বার্সেলোনার জন্য সফল হয়নি কিন্তু দলটির সেরা ফরোয়ার্ড লিওনেল মেসির ব্যক্তিগত অর্জনের কমতি নেই। লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি ট্রফি ও ইউরোপের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলের জন্য গোল্ডেন শু দুটোই জিতেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।
গেলপরশু রাতে লা লিগার ২০১৬-১৭ মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মেসির জোড়া গোলে এইবারকে ৪-২ ব্যবধানে হারায় বার্সেলোনা। একই সময়ে মালাগার মাঠে ২-০ গোলে জেতা রিয়াল মাদ্রিদই শেষ পর্যন্ত লা লিগার শিরোপা উৎসব করেছে। ৩৭ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলাদাতা হওয়া মেসি এ নিয়ে চতুর্থবারের মতো পিচিচি ট্রফি জিতলেন। এর আগে জিতেছিলেন ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ মৌসুমে।
পিচিচি জয়ের তালিকায় রোনালদোকে পেছনে ফেললেন মেসি। ছুঁলেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে। ৬টি পিচিচি ট্রফি নিয়ে এখনও শীর্ষে তেলমো সাররা।
২০১২ সালের পর রিয়ালের লা লিগা পুনরুদ্ধারে এবার ২৫ গোল অবদান রাখা রোনালদো পিচিচি জিতেছেন তিনবার। অবশ্য দলীয় অর্জনের আরেকটি দারুণ সুযোগ থাকছে পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে। আগামী ৩ জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসের মুখোমুখি হবে তার দল রিয়াল।
এ মৌসুমে বার্সেলোনার হয়ে ৫০০ গোলের মাইলফলক ছোঁয়া মেসি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন স্পোর্তিং পর্তুগালের স্ট্রাইকারের বাস দোস্তকে পেছনে ফেলে। পর্তুগিজ লিগে সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক করা বাসের মোট গোল ৩৪টি।
এ নিয়ে রোনালদোর সমান চারটি ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন মেসি। চারটি গোল্ডের সুয়ের একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও তিনটি রিয়ালের হয়ে জিতেছেন রোনালদো। মেসির চারটিই বার্সেলোনার হয়ে জেতা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন