শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অভিযোগ তুলতে পারেন প্রধানমন্ত্রী থেরেসা মে

হামলার তদন্ত-আলামত ফাঁস নিয়ে উত্তেজনা

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : একটি মার্কিন সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ম্যানচেস্টার হামলার ছবি প্রকাশ করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত ওই ছবিগুলোকে তদন্ত আলামত উল্লেখ করে, ছবিগুলো ফাঁসে মার্কিন গোয়েন্দাদের দায়ী করছে ব্রিটেন। এ ঘটনা নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাকে বিরক্তিকর বলে উল্লেখ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড। দেশটির ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সিকিউরিটি অফিস থেকে বলা হয় তারা বিশ্বজুড়ে তাদের সহযোগীদের সঙ্গে সম্পর্ককে সম্মান করে। এক মুখপাত্র বলেন, যখন সেই বিশ্বাসে আঘাত আসে তখন আমাদের সম্পর্ক, অনুসন্ধান, হামলার শিকার, প্রত্যক্ষদর্শী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়। যখন তদন্তের আলামতগুলো প্রকাশ পেয়ে যায় তখন এই ক্ষতির পরিমাণ আরও বেশি হয় বলে মন্তব্য করেন তিনি। একইদিন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যামবার রুড তদন্তের আলামত ফাঁসের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন। তিনি হুঁশিয়ারি দেন যে এমন যেন আর না হয়। বিবিসিকে দেওয়া সাক্ষাতকারে রুড বলেন, ব্রিটিশ পুলিশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা তথ্য প্রকাশের ধারাকে নিয়ন্ত্রণ করতে চায়। এটি সঠিক তদন্তের জন্য প্রয়োজন। এবং আমিও আমাদের মিত্রদের স্পষ্ট জানিয়ে দিয়েছি যে এমনটা যেন আর না হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ তুলতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে নিউ ইয়র্ক টাইমস-এর দাবি, ব্রিটিশ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তারা ছবিগুলো প্রকাশ করেছে। ২২ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে চালানো ওই হামলায় ২২ জন নিহত আর ৬৪ জন আহত হয়। হামলার প্রতিক্রিয়ায় ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত হয়ে যায়। তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে সারাবিশ্বে। ওই হামলায় ব্যবহৃত বোমার ছবি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ছবিতে দেখা যায়, ব্যাটারি ও স্ক্রু সহ একটি বস্তু যা বোমা বলে দাবি করছে তারা। তার সঙ্গে ব্যাকপ্যাকের কিছু ছেড়া অংশও লেগে আছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি সোমবার কনসার্টে হামলায় এই বোমাই ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে নিরাপত্তা সূত্র দাবি করে, এটা এক ব্যক্তির সংঘটিত (লোন উলফ) হামলা। তবে সেই অবস্থান থেকে সরে তারা হামলায় একাধিক মানুষের জড়িত থাকার সন্দেহের কথা জানায়। এক পর্যায়ে সালমানের ভাই ও বাবার গ্রেফতারের খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, নিউ ইয়র্ক টাইমসের তদন্তের আলামতের ছবি দেখে খুবই ক্ষুব্ধ হয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তারা। এজন্য তারা মার্কিন গোয়েন্দাদের অভিযুক্ত করছে। আসন্ন ন্যাটো সম্মেলনে এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে নিজের উদ্বেগের কথা জানাবেন মে। ম্যানচেস্টার এরিনায় আরিয়ানা গ্রান্দ কনসার্টের অনেক তথ্য ব্রিটিশ কর্তৃপক্ষের আগেই প্রকাশ করে দেয় মার্কিন গোয়েন্দারা। হামলার কিছুক্ষণের মধ্যেই মার্কিন কর্মকর্তারা বিস্তারিত বলতে শুরু করেন। সিএনএনকে দেওয়া সাক্ষাতকারে এক মার্কিন কর্মকর্তা তৎক্ষণাৎ একে আত্মঘাতী হামলা বলে মন্তব্য করেন এবং একজন পুরুষ হামলাকারীর ব্যাপারে আভাস দেন। এদিকে নিউ ইয়র্ক টাইমস-এ ছবি প্রকাশের কিছুক্ষণ পরই ব্রিটিশ পুলিশ প্রধান এক বিবৃতিতে জানান তাদের তদন্তের আলামত ফাঁস হয়েছে এবং এতে তদন্তকাজ ব্যহত হয়েছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের এক মুখপাত্র এই ছবির ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হন নি। এদিকে টাইমস এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ব্রিটিশ কর্তৃপক্ষই এসব ছবি ব্যবহারের অনুমতি দিয়েছে তাদের।  যুক্তরাষ্ট্রের কারণে এই এই অনুসন্ধান থেমে গেল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ব্যাপারটা এতদূর গড়াবে না। বিগত এক দশকের মধ্যে যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কা সর্বোচ্চ হয়েছে। ম্যানচেস্টারের ওই হামলার পর আরও বড় ধরনের হামলার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।  বিবিসি, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন