শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৮ ক্লাবের ৬ দাবী

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নিজেদের বকেয়া পাওয়া আদায়সহ বেশ ক’টি দাবী জানিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’কে আগেই চিঠি দিয়েছে প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব। চলমান মৌসুম সুচক টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরুর আগেই তারা এই চিঠি দিয়েছিল। তবে এবার একাট্টা হয়েছে আট ক্লাব। তারা ছয়টি দাবী জানিয়েছে বাফুফের কাছে। সভা করে চিঠির মাধ্যমে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আটটি ক্লাব। গতকাল দুপুরে ওয়েস্টিন হোটেলে আট ক্লাবের ছয়টির প্রতিনিধি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সভা করেছে। সভায় ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দু’টি ক্লাব মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও টিম বিজেএমসির কোন প্রতিনিধি এ সভায় উপস্থিত থাকতে না পারলেও তারা সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন।
সভা শেষে মিডিয়াকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সভায় উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মনজুর কাদের, চট্টগ্রাম আবাহনীর তরফদার মো: রুহুল আমিন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আমের খান, আরামবাগ ক্রীড়া সংঘের একেএম মমিনুল হক সাঈদ, ঢাকা মোহামেডানের লোকমান হোসেন ভূঁইয়া ও সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী। সভায় যে ছয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা অতিসত্বর বাফুফেতে পাঠানো হবে বলে জানা গেছে। দাবীগুলো হলো- ১. আগামী ৩০ দিনের মধ্যে বকেয়া পাওনা পরিশোধ করতে হবে বাফুফেকে। ২. কোন সভার ৭২ ঘণ্টা আগে ক্লাবগুলোকে জানাতে হবে। ৩. প্রিমিয়ার লিগের অংশগ্রহন ফি ৫০ লাখ টাকা অবশ্যই ক্লাবগুলোকে পরিশোধ করতে হবে। ৪. প্রথম লেগের আগে ২৫ এবং দ্বিতীয় লেগের আগে ২৫ লাখ টাকা দিতে হবে। ৫. এই অর্থ প্রদানের ক্ষেত্রে যদি বাফুফে দেরি করে তাহলে তার ক্ষতিপূরন দিতে হবে। ৬. প্রিমিয়ার লীগের সকল ভেন্যুর কাঠামো ফিফা ও এএফসি কর্তৃক অনুমোদিত হতে হবে এবং এ বছরের চ্যাম্পিয়ন মানি ৩০, রানার্সআপ ২০ ও তৃতীয় হওয়া দলকে ১০ লাখ টাকা দিতে হবে। সভায় উপস্থিত না থাকলেও টেলিফোনে সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধার প্রতিনিধি আবদুল মান্নান মজুমদার ও বিজেএমসির সালেহ উদ্দিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন