বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার রহমতগঞ্জের ‘টার্গেট’ মুক্তিযোদ্ধা

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মৌসুম সুচক টুর্নামেন্ট ওয়ালটন ফেডারেশনের কাপের শেষ কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখী হচ্ছে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে দু’দলই জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করতে চায়। ঘরোয়া ফুটবলে রহমতগঞ্জের বিধ্বংসী রূপ বহুবার দেখেছেন ঢাকার দর্শকরা। বাঘা বাঘা দল অতীতে তাদের কাছে নাকানি চুবানি খেয়েছে বহুবার। ‘ডি’ গ্রæপে বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়ে এবং ব্রাদার্সের সঙ্গে গোলশূণ্য ড্র করে শেষ আটে জায়গা করে নেয় রহমতগঞ্জ। কোয়ার্টার ফাইনালে তাদের লক্ষ্য মুক্তিযোদ্ধাকে হারানো। দলের কোচ কামাল বাবু এমনটাই জানালেন। তিনি বলেন, ‘আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। মাঠে নামবো, জিতবো এবং সেমিফাইনাল খেলবো।’ বাবু আরো বলেন, ‘দলে স্থানীয় ফুটবলার ছাড়াও পরীক্ষিত তিন বিদেশী ইসমাইল বাঙ্গুরা, জাদা মোস্তফা ও মানডে রয়েছেন। আশাকরি সবাই মিলে আমাকে প্রত্যাশিত ফল এনে দেবে। আমার শক্তি হলো দলের সবাই জয় পেতেই খেলবে।’
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবার ফেডারেশন কাপের ‘এ’ গ্রæপে খেলে ফুটবলপ্রেমীদের নজর কাড়তে না পারলেও কোয়ার্টার ফাইনালে ঠিকই উঠেছে। তারা ঢাকা আবাহনীর কাছে ১-০ গোলে হারলেও সাইফ স্পোর্টিং ক্লাবকে সমান ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করে। শক্তির বিচারে তারা রহমতগঞ্জের চেয়ে তেমন পিছিয়ে নেই। তাদের লক্ষ্য রহমতগঞ্জকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা। ওঠার জন্য প্রয়োজনে দলের কোচ মাসুদ পারভেজ বলেন, ‘আমরা যোগ্যতা প্রমাণ করেই কোয়ার্টার ফাইনালে এসেছি। আশাকরি সেমিতে খেলার সুযোগ পাবো। কোয়ার্টার ফাইনাল নকআউট ম্যাচ। তাই অ্যাটাকিংই খেলতে হবে আমাদের। সেভাবেই নির্দেশনা দেয়া রয়েছে ফুটবলারদের। আশাকরি তারা এই ম্যাচে জয় উপহার দেবে আমাকে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন