বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পাবনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।পাবনা ও শাহজাদপুরে বাস শ্রমিকদের বিরোধের জেরে পাবনার বাস মালিক-শ্রমিক সংগঠন এ ধর্মঘটের ডাক দেন।
পাবনার বিশিষ্ট পরিবহন মালিক এবং সরকার ট্রাভেলসের সত্ত্বাধিকারী এমএ কাফী সরকার জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে গত ১২ জানুয়ারি রাজদূত পরিবহনের একজন শ্রমিকের সঙ্গে শাহজাদপুরের এক শ্রমিকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত ১৩ জানুয়ারি পাবনার অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর করে শাহজাদপুরের শ্রমিকরা। এরপর থেকে নাটোরের বনপাড়া হয়ে পাবনা থেকে ঢাকায় চলাচল করছিল বেশ কিছু বাস। দীর্ঘ ১০ দিনে এ সমস্যার সমাধান না হওয়ায় মালিকরা তাদের ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন।
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, আগামী শনিবার পাবনা এবং শাহজাদপুররে বাস মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন