চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রশাসনের ব্যর্থতায় কিছু অসাধু ব্যবসায়ী বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে সাধারণ জনগণকে দুর্ভোগের শিকার হতে হয়। তিনি প্রশাসনকে কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করার আহŸান জানান। গতকাল শনিবার নগরীর ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে ১ হাজার গরীব দুস্থ পরিবারের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন। ডা. শাহাদাত বলেন, রমজান আসলেই চাল, ডাল, ছোলা, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি, বিদ্যুৎ সরবরাহের আহŸান জানিয়ে বলেন, বিএনপি সবসময় সাধারণ জনগণের কল্যাণে কাজ করে থাকে। জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বক্তব্য রাখেন কাজী বেলাল উদ্দিন, এম এ হালিম, ইয়াছিন চৌধুরী লিটন, কামরুল ইসলাম, গাজী সিরাজ উল্লাহ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন