শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও জোর নিরাপত্তা

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আগামী ৩ জুন ইংল্যাান্ডের কার্ডিফ শহরের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইতালির ক্লাব জুভেন্টাস। এবারই প্রথমবারের মতো ছাদ ঢাকা স্টেডিয়ামে হতে যাচ্ছে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ফাইনাল। নিরাপত্তা শঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস (এফএডবিøউ)।
গত সোমবার ম্যানচেস্টারে এক কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হওয়ার পর সমগ্র ইউরোপ জুড়েই বেড়েছে নিরাপত্তা শঙ্কা। এর প্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ম্যাচটি চলার সময় স্টেডিয়াম ছাদ দিয়ে ঢেকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফাইনালের আগের দিন দুই দলের আনুষ্ঠানিক দুটি অনুশীলন সেশনও ছাদ ঢাকা স্টেডিয়ামে হবে বলে জানিয়েছে এফএডবিøউ। ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, অন্য সব ম্যাচের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলোয়াড়, সমর্থকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করায় অগ্রাধিকার দিচ্ছে তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন