বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রস্তুতি ম্যাচ বলে রক্ষা!

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৭, ১২:০০ এএম

ভারত : ৫০ ওভারে ৩২৪/৭
বাংলাদেশ : ২৩.৫ ওভারে ৮৪
ফল : ভারত ২৪০ রানে জয়ী
স্পোর্টস রিপোর্টার : শেষ কবে ক্রিজে টাইগারদের এমন আসা-যাওয়ার মিছিল দেখা গিয়েছিল? ওয়ানডেতে বাংলাদেশের সর্বনি¤œ রানের রেকর্ডই বা কত? এমন হাজারো জিজ্ঞাসা শুরু হল বাংলাদেশ ইনিংস শুরু হতে না হতেইÑ ৭ ওভার শেষেই যে নেই ৬ উইকেট! দলীয় ১১ রানে দাঁড়িয়েই ফিরেছেন সৌম্য, সাব্বির ও ইমরুল। পরে স্কোর বোর্ড ২১ থেকে ২২-এ নিতে বিদায় নেন সাকিব, মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক। বাংলাদেশের ঘাড়ে তখন ভারতের চাপানো ৩২৪ রানের বোঝা। শেষ পর্যন্ত ৮৪ রানে গুটিয়ে মাশরাফিরা ম্যাচ হেরেছে ২৪০ রানে। অর্থাৎ কি ব্যাটিং, কি বোলিং কোন প্রস্তুতিই ভালো হল না বাংলাদেশের। শীর্ষ সাত ব্যাটসম্যানের মধ্যে মুশফিকই করেছেন কেবল দুই অঙ্কের (১৩) রান। পরে মিরাজ (২৪) ও সানজামুলের ব্যাটিং বীরত্বে ওয়ানডেতে নিজেদের সর্বনি¤œ রানের লজ্জা এড়ায় বাংলাদেশ। এই কাজে ভারত স্পিন ব্যবহার করে মাত্র এক ওভার। বাকি মাত্র ২ রানের খরচায় সেই ওভারে সানজামুলের মূল্যবান (!) উইকেটটি তুলে নেন আশ্বিন। বাকি ৯ উইকেটই ভাগ করে নেন পেসাররা। ইংলিশ পেসিং কন্ডিশনে আগুন ঝরাতে যে তারা প্রস্তুত তারই জানান দেন ভুবেনশ্বর কুমার ও উমেশ যাদব। অসাধারন লাইন, লেন্থ, সুইং আর বাউন্সের পড়সা সাজিয়ে দুজনেই তুলে নেন ৩টি করে উইকেট। ৫০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার রুবেল। ৮ ওভারে ৫৩ রান দিয়ে মুস্তাফিজ নেন ১ উইকেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন