বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নির্বাচনী বৈতরণী পার হওয়ার বাজেট -ডা. শাহাদাত

| প্রকাশের সময় : ২ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার ১৫ শতাংশ ভ্যাট আরোপের মাধ্যমে জনগণের পকেট কাটার চেষ্টা চালাচ্ছে। ২ লাখ ৮৮ হাজার কোটি টাকার রাজস্ব টার্গেটে সরকার এক প্রকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার বাজেট উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, একদিকে বর্তমানে রফতানি আয় নি¤œমুখী, বিশাল মুদ্রাস্ফীতি, প্রবাসী আয় নি¤œমুখী, শিল্প কলকারখানা ধ্বংসের মুখে। গতকাল (বৃহস্পতিবার) বাজেট প্রতিক্রিয়ায় ডা. শাহাদাত হোসেন বলেন, এটি বাংলাদেশের বাজেট ইতিহাসের অন্যতম রেকর্ড। রাজস্ব আদায়ের নামে জনগণের কষ্টার্জিত ঘামের টাকা আজকে আওয়ামী লীগ পন্থী বড় বড় ব্যবসায়ীরা রাষ্ট্রায়ত্ত¡ সমস্ত ব্যাংকগুলো যখন লুটপাট করে দিচ্ছে, সেখানে জনগণের কষ্টার্জিত করের টাকা দিয়ে ব্যাংকের মূলধন ভরা হচ্ছে। ডা. শাহাদাত বলেন, বাজেটের শিরোনাম হচ্ছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। প্রকৃতপক্ষে উন্নয়নের মহাসড়কে নয়, ‘দুর্নীতির মহাসড়কে বাংলাদেশ’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন