রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইসরাইলে মাইকে আজান নিষিদ্ধ

প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের মসজিদগুলোতে আজানে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি বিল গতকাল দেশটির সংসদ নেসেটে উঠেছে। বিলটি নিয়ে গতকালই ভোটাভুটি হওয়ার কথা। সাধারণত দিনে পাঁচবার মসজিদে আজান দিয়ে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান করা হয়। ডানপন্থি ইহুদিরা অভিযোগ করেছে, দিনে পাঁচবার আজানের উচ্চ শব্দের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের বিলটি পাসের ভোটে অংশগ্রহণের কথা ছিল। লাউড স্পিকারে আজান নিষিদ্ধের পাশাপাশি যে কোনো ধরনের ধর্মীয় বা জাতীয়তাবাদী ঘোষণা প্রদানের কাজে প্রচার মাধ্যম ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা সংক্রান্ত ঘোষণা বিলটিতে উল্লেখ আছে। ইসরাইলের এ পদক্ষেপের কড়া সমালোচনা করেছে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, নিষেধাজ্ঞাটি ইসলাম এবং ধর্মীয় স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ। নিউজ উইক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন