চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিলার চৌদ্দগ্রামে নিখোঁজ প্রতিবন্ধী যুবক হারুনুর রশিদের(২০) সাত দিনেও সন্ধান মিলেনি। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা এখন পাগল প্রায়। নিখোঁজ হারুন শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবদুল মন্নানের ছোট ছেলে।
জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি সকালে হারুন নিজ বাড়ি থেকে বের হয়। রাতের বেলায় সে বাড়ি না ফিরলে সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। ছেলের সন্ধান না পেয়ে আবদুল মন্নান বাদি হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ছেলেটির সন্ধান পেলে ০১৮৩২৪২৩২৪৫ নাম্বারে যোগাযোগ করতে আবদুল মন্নান সকলের প্রতি অনুরোধ জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন