শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঈদের ইত্যাদিতে বিষয় ভিত্তিক মিউজিক্যাল ড্রামা

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: নিত্য নতুন বিষয় পরিবেশনায় ‘ইত্যাদি’র বিকল্প নেই-একথা সর্বজন স্বীকৃত। হানিফ সংকেত দীর্ঘ প্রায় তিন যুগ ধরে ‘ইত্যাদি’তে তার ব্যতিক্রমী আইডিয়ার চমক দেখিয়ে চলেছেন। ফলে দীর্ঘকাল ধরে অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। ঈদের পর্বগুলোতে চিন্তা ও পরিকল্পনার চমক থাকা নতুন কিছু নয়। এবারের ঈদেও রয়েছে নানা আয়োজনে সমৃদ্ধ ‘ইত্যাদি’। ঈদ ‘ইত্যাদি’র অনেক চমকের একটি হচ্ছে বিশেষ মিউজিক্যাল ড্রামা। গ্রাম থেকে সদ্য ঢাকায় আসা এক ব্যক্তির রাস্তা পাড়ি দিতে দ্বিধা, ঈদে বিদেশ যাওয়া এবং ঈদে বিভিন্ন উদ্ভট রেসিপির বাড়াবাড়ি নিয়ে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা করা হয়। একটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা আজিজুল হাকিম আর একটিতে সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নী ও অভিনেত্রী কুসুম শিকদার এবং অন্যটিতে অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ঈমন ও নিরব। উল্লেখ্য এই পর্বে প্রথমবারের মত স্বকণ্ঠে গাইলেন আজিজুল হাকিম। অভিনয় শিল্পী কুসুম শিকদারও আর একটি পর্বে স্বকণ্ঠে গেয়েছেন। এই পর্বে সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী প্রথমবারের মত অভিনয় করেছেন। এই পর্বটিও দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে ফাগুন অডিও ভিশন জানায়। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মান করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। প্রচারিত হবে যথারীতি কেয়া কস্মেটিকস্ লিমিটেড এর সৌজন্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন