বিনোদন ডেস্ক: দেশের সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির ঈদের বিশেষ পর্বে প্রতিবারের মত এবারও রয়েছে বিশেষ আয়োজন। ঈদের ইত্যাদির গান বরাবরই ব্যতিক্রম হয়ে থাকে। কথা, সুর ও চিত্রায়ণে থাকে ভিন্নতা। ফলে ঈদের সময় বিভিন্ন চ্যানেলে অনেক সঙ্গীতানুষ্ঠান ও ম্যাগাজিনের ভীড়ে ইত্যাদির গানগুলো প্রতিবারই মানুষের মুখে মুখে ফেরে। নান্দনিক নির্মাতা হানিফ সংকেতের সার্বিক তত্ত¡াবধানে ও পরিচালনায় নির্মিত এসব গানের শিল্পী নির্বাচনেও থাকে ভিন্নতা। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের ইত্যাদিতে গাইবেন এই প্রজন্মের ক’জন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রিতম হাসান, কনা ও ঐশী। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছে প্রিতম হাসান। উল্লেখ্য প্রতীক হাসান ও প্রিতম হাসানের সঙ্গীত শিল্পী হিসেবে যাত্রা শুরু ইত্যাদির মাধ্যমে। প্রয়াত শিল্পী খালিদ হাসান মিলুর সঙ্গে প্রতীক হাসানকে ‘ইত্যাদি’তে উপস্থাপন করা হয়েছিল মিলুর অসুস্থ অবস্থায় তার জীবনের শেষ গানটি গাওয়ার সময়। এরপর বরিশালে ধারণকৃত ইত্যাদির আরেকটি পর্বে প্রতীক হাসানের সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছিলেন খালিদ হাসান মিলুরই আরেক সন্তান প্রিতম হাসান। আর কণাকে এর আগে দেখা গ্যাছে ঈদের ইত্যাদিতে হৃদয় খানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে। সেই অর্থে ঐশীকে প্রথমবারের মত ইত্যাদিতে দেখা যাবে। ফাগুন অডিও ভিশন জানায়, এই প্রজন্মের এই চারজন জনপ্রিয় শিল্পী এই প্রথম একসঙ্গে গাইলেন। গানটি এই প্রজন্মের তরুণ-তরুণীদের হৃদয় ছুঁয়ে যাবে। বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজী সংবাদের পর। স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন