বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশের জন্য হুমকি পাকিস্তান

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গতকাল সেমিফাইনালে ভারতের কাছে হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ করেছে বাংলাদেশ। সেমির লড়াই শেষে ওয়ানডের সর্বশেষ র‌্যাংকিং ঘোষণা করে আইসিসি। সেখানে ষষ্ঠস্থানে আছে বাংলাদেশ। তাদের রেটিং ৯৪। তবে ষষ্ঠস্থান থেকে সপ্তম স্থানে নেমে যাবার শংকায় পড়েছে টাইগাররা।
বর্তমানে ৯৩ রেটিং নিয়ে সপ্তমস্থানে রয়েছে পাকিস্তান। আগামী ১৮ জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারালে র‌্যাংকিং-এ সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে যাবে পাকিস্তান। সেক্ষেত্রে সপ্তম স্থানে নেমে যাবে বাংলাদেশ। আর যদি পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের কাছে হেরে যায়, সেক্ষেত্রে বেশ ভালোভাবে র‌্যাংকিং-এর ষষ্ঠস্থানেই থাকবে বাংলাদেশ। বাংলাদেশকে হারানোয় অস্ট্রেলিয়াকে হঠিয়ে র‌্যাংকিং-এর দ্বিতীয়স্থানে উঠে এসেছে ভারত। ফাইনালে পাকিস্তানকে হারালে ভারত উঠে যাবে শীর্ষে। বর্তমানে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের রেটিং ব্যবধান মাত্র ১। এই চ্যালেঞ্জে ভারত জয়ী হলে, উপকার হবে বাংলাদেশেরই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন