শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কোটালীপাড়ায় ১২ প্রার্থীর প্রার্থিতা বাতিল

প্রকাশের সময় : ৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আগামী ৩১শে মার্চ ইউপি নির্বাচনে ০৫ ও ০৬ তারিখে যাচাই বাছাইয়ের শেষ দিনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন সংশ্লিষ্ঠ রিটানিং কর্মকর্তাগণ। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন, রামশীল ইউপি চেয়ারম্যান প্রার্থী পিতোষ কান্তি রায়, সাধারণ সদস্য গুনধর চৌধুরী, বিটু রায়, আমতলী ইউপি সাধারণ সদস্য কামরুল ইসলাম, হিরন ইউপি সংরক্ষিত মহিলা নুরুন নাহার, সাধারণ সদস্য স্বপন, পিনজুরী ইউপি সাধারণ সদস্য সহিদুল ইসলাম, কুশলা ইউপি সাধারণ সদস্য অরুন বালা। এদের মধ্যে কান্দি ইউপিতে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মান্নান শেখ তার প্রার্থীতা প্রত্যাহার করে। রাধাগঞ্জে সাধারণ সদস্য কামাল হোসেন ও খায়রুল ইসলাম রিপন প্রত্যাহার করেছেন। এছাড়া আমতলী ইউপিতে সাধারণ সদস্য জাকির হোসেন হাওলাদার তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদের বিরুদ্ধে ঋণ খেলাপী ও ভোটার নম্বর প্রস্তাব ও সমর্থনকারী নাম সঠিক না হওয়ায় কারণ দেখিয়ে তাদের প্রার্থীতা বাতিল  করে অবৈধ ঘোষণা করা হয় বলে রিটার্নিং কর্মককর্তা সূত্র জানায়। অন্যদিকে হিরন ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া দাড়িয়া ও মুন্সী এবাদুল ইসলামের মুখোমুখি অবস্থান নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছেন ঐ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন