বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাজস্থানে সোয়াইন ফ্লুতে ১১ জনের মৃত্যু

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে চলতি বছর ১১ জনের মৃত্য হয়েছে। স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বলেন, চলতি বছরের শুরু থেকে জানুয়ারির ১৯ তারিখ পর্যন্ত রাজ্যটিতে সোয়াইন ফ্লুতে ১১ জন মারা গেছেন। ৫৪ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জানা গেছে, জয়পুরে সর্বোচ্চ পাঁচজন, বিকানারে দুইজন এবং আজমির, সিকার, ঝুনঝুনু এবং কোটাতে একজন করে মারা গেছেন। আর এই ফ্লুতে সংক্রামিত ৫৪ জনের মধ্যে ৩২ জন জয়পুরের, ছয়জন কোটা এবং বাকিরা অন্যান্য শহরের। ২০১৫ সালে রাজ্যটিতে সোয়াইন ফ্লু মারাত্মক আকার ধারণ করেছিল। ৬,৮০০ জন এতে আক্রান্ত হন এবং ৪৬৮ জন মারা যান। গেল বছর ভারতজুড়ে ৩৩ হাজার মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১,৯৯৪ জন। সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ১এন১ ভাইরাস। ২০০৯ সালে প্রথম মেক্সিকোয় এ ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে দ্রুতই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। সোয়াইন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গসমূহ অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গের মতই। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর হওয়া, মাথাব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ট, ক্ষুদামন্দা ও আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি অন্যতম। জিনিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন