বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রমজানে ২ লাখের বেশি সিরীয় শরণার্থীকে সহায়তা দিয়েছে তুর্কি রেড ক্রিসেন্ট

| প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মুসলমানদের রোজার মাস রমজানে তুর্কি রেড ক্রিসেন্ট সিরিয়ার ২ লাখেরও বেশি লোকের কাছে পৌঁছেছে। গত বৃহস্পতিবার অ্যানডোলু এজেন্সির সাথে কথা বলে এইড গ্রুপের সিরিয়া বিষয়ক সমন্বয়ক কাদির আকগন্দুজ বলেন যে, সংস্থা ইদলিব, আযেজ এবং জারাবুলাস অঞ্চলে মানবিক সহায়তা হিসেবে কাপড়, খাদ্য এবং পরিষ্কারক সামগ্রী বিতরণ করেছে।
আকগন্দুজ বলেন, ‘রমজানে সিরিয়া জুড়ে ২ লাখ ৫৫ হাজার ৫৭০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে’।
তিনি বলেন, ক্যাম্পে বসবাসরত শিশুদের জন্য ১৪ হাজার ৬৭৫ প্যাকেট খাবার, ৬ হাজার ২শ’ দুধের বাক্স এবং ৪৮৬টি প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়েছে।
তুরস্ক সিরিয়ার ত্রিশ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের শুরু থেকেই উদ্বাস্তুদের আশ্রয়ের জন্য ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে দেশটির।
২০১১ সালের প্রথম দিকে সিরিয়া একটি বিধ্বংসী সংঘাতের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে, যখন বাশার আল-আসাদ সরকার গণতন্ত্রপন্থ’ী আন্দোলন বন্ধে অপ্রত্যাশিত শক্তি প্রয়োগ করে। তারপর থেকে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে মনে করা হয় এবং সঙ্ঘাতের কারণে আরো লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। সূত্র : আনাদোলু এজেন্সী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন