শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সেনাপ্রধানের সঙ্গে ইউএস প্যাসিফিক কমান্ডের সাক্ষাৎ

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস প্যাসিফিক কমান্ড অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস, জুনিয়র। গতকাল শনিবার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে তিনি ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাকে সেনাবাহিনীর একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলটি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। এর আগে হ্যারি বি হ্যারিসের নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনের রাষ্ট্রীয় সফরে সকালে একটি বিশেষ বিমানযোগে বাংলাদেশে আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান এরিয়া কমান্ডার, লজিস্ট্কিস এরিয়া মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানগণের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সফরকালীন প্রতিনিধিদলটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। প্রতিনিধিদল আজ দেশে ফিরে যাবার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন