বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নান্দাইলে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের চরমহেষকুড়া আশ্রয়ন প্রকল্পবাসীদের নিয়ে গত মঙ্গলবার দিনব্যাপী এক কর্মশালায় আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় সরকারী কমিশনার (ভূমি) আশ্রয়ণ প্রকল্পের সভাপতি ও সমন্বয়ক মোঃ জসীম উদ্দিন আশ্রয়ণবাসীদের উদ্দেশ্যে বলেন, দেশের সকল আশ্রয়ণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব এ দেশের সকল জনগণের। সরকারের একার পক্ষে এগুলোর রক্ষণাবেক্ষণ করা সম্ভব নয়। তিনি এ প্রকল্পের প্রতি সজাগ দৃষ্টি রাখতে দেশবাসী তথা নান্দাইলবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার পক্ষে মেডিকেল অফিসার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও আনসার ভিডিপি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন