শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে বক্তব্যের অপব্যাখ্যার কথা বললেন ফারুকী

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে মোস্তফা সরয়ার ফারুকীর বক্তব্যকে বারবার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। গত সোমবার যৌথ প্রযোজনার সিনেমা শিকারীর মহরত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমি অনেকদিন ধরে একটি বক্তব্য দিয়ে আসছি, যার ভুল ব্যাখা হয়েছে বারবার। আমি বলেছি, দক্ষিণ এশিয়ার ভাষাভাষীদের জন্য যারা সিনেমা বানাতে চান, বিশেষ করে পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মানুষ, যারা বাংলায় কথা বলে তাদের একটি কমন মার্কেট থাকা দরকার। এ কমন মার্কেটের একমাত্র সিস্টেম হচ্ছে যৌথ প্রযোজনা। সিনেমা বিনিময় বা অন্য কোনো সিস্টেম না। আগামী ২-৩ বছরের মধ্যে যদি এটা একটা ভাল অবস্থানে না যায়, তাহলে বাংলাদেশের সিনেমা এমনকি পশ্চিম বঙ্গের সিনেমাও টিকে থাকা কঠিন হবে। তিনি বলেন, এ বিষয়ে আমি আগেও বলেছি। কিন্তু বেশির ভাগ সময়েই আমার বক্তব্যের ভুল ব্যাখা বা অপব্যাখা করা হয়েছে। উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী ‘নো বেড অব রোজেস’ নামে একটি যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটির প্রযোজনায় থাকছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, কলকাতার এসকে মুভিজ ও বলিউড অভিনেতা ইরফান খানের প্রযোজনা সংস্থা। অভিনয় করবেন দুই দেশের তারকারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন